Nowda News নওদায় রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা। প্লাস্টিকের ড্রামে রাখা ছিল বোমা। পুলিশ সুত্রে জানা গিয়েছে রবিবার রাতে নওদার গঙ্গাধারীতে স্কুলের পাশে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ড্রামকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা আতঙ্কিত হন । ঘটনাস্থলে যায় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। সোমবার ঘটনাস্থলে গিয়ে ড্রাম থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়। স্থানীয় এক বাসিন্দা কুতুবুদ্দিন সেখ জানান, বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন। কে বা কারা বোমা মজুত করেছিল সেটা নিয়ে ধোঁয়াশা আছে। পুলিশ তদন্ত করুক। স্থানীয় মানুষজন যাতে নিরাপদে বসবাস করেন সেটাই সকলেই চান। এলাকায় পুলিশি প্রহরা রয়েছে। নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।