এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nowda News বহরমপুরের পর এবার নওদায় মধুচক্র!

Published on: July 28, 2025
Nowda News

Nowda News  গ্রামের মধ্যে বাড়িতেই চলছিল মধুচক্রের আসর।  মুর্শিদাবাদের নওদার ১৫ মাইল রঘুনাথপুর এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ১১ জনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে ৪ মহিলা ও ৭ জন পুরুষ। পুলিশ সুত্রে জানা গেছে,  সোমবার সকালে রঘুনাথপুর এলাকায় একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নওদা থানার তদন্তকারী দল। মধুচক্রের অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয় ১১ জনকে।

Nowda News  চারটি মোটর বাইক, সাতটি মোবাইল ও নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এদিন ৮ জনকে বহরমপুর সিজেএম কোর্টে তোলা হয়। বাকি তিন মহিলাকে হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  কতদিন ধরে  সক্রিয় ছিল এই অসামাজিক কাজকর্ম? আর কারা কারা জড়িত? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে নওদা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now