Nowda News SIR ইস্যুকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ তৃনমূল কংগ্রেসের। সোমবার দুপুরে নওদা বিডিও অফিসের সামনে তৃনমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিডিও অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ নওদা ব্লক তৃনমূল সভাপতি সফিউজ্জামান সেখের নেতৃত্বে তৃনমূল কর্মীদের। নওদা- আমতলা রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ অভিযোগ করেন, SIR- নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
Nowda News কী বললেন সাংসদ?
Nowda News মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ” বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে বঞ্চনা করছে। আর একদিকে বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে জিততে চাইছে। আজকে বিডিও অফিসে বিডিও- র কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক সভাপতি সফিউজ্জামানের নেতৃত্বে। বিডিও সঠিক উত্তর না দিতে পারলে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত কোন কাজ বিডিও অফিসে আমরা হতে দেব না”।

Nowda News প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে রাজ্য সড়কে অবরোধ উঠে যায়। ব্লক অফিসের সামনে অবস্থান চলে তৃনমূল নেতা, কর্মীদের। বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিবাদ কর্মসূচীতে যান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। সরাসরি অভিযোগের আঙুল তোলেন বিজেপির বিরুদ্ধে।










