Nowda Jute Farmers নওদায় জেসিআই এর সামনে পাট পুড়িয়ে বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

Nowda Jute Farmers দ্রুত সমস্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে পাট কেনার দাবিতে নওদার পাটিকাবাড়িতে জেসিআই অফিসে বিক্ষোভ কৃষক সংগ্রাম কমিটির। শুক্রবার দুপুরে জেসিআই অফিসের সামনে পাট পুড়িয়ে বিক্ষোভ দেখান সংগ্রাম কমিটির সদস্যরা।

তাদের দাবি কৃষকদের ঘরে পাট উঠে গেলেও সেই পাট কেনা শুরু করেনি জেসিআই। এর জেরে অন্য ফসলের খরচ তুলতে পাড়ছেন না। শুধু তাই নয় সমস্ত কৃষকদের কাছ থেকে পাট কেনা, ধলতা বন্ধ করা সহ একাধিক দাবিতে এদিন জেসিআই অফিসে ডেপুটেশনও দেওয়া হয়।

কৃষক সংগ্রাম কমিটি আহ্বায়ক ইমতাজ আলী জানান, “পাট চাষিরা গয়না বন্ধক দিয়ে পাট চাষ করছে। কোথাও ব্যাঙ্কে প্রচুর পরিমাণে লোণ করা রয়েছে। এইমত পরিস্থিতিতে কীভাবে পাট চাষিরা নিজেদের সংসার চালাবেন ? কী খাবেন ? সহায়ক মূল্যে আমাদের পাট কিনতে হবে নইলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।”