এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nowda incident স্কুলের হোস্টেলে মর্মান্তিক পরিণতি! ধুন্ধুমার কাণ্ড বাধল নওদায়

Published on: December 3, 2024

Nowda incident সোমবার রাতেও ফোনে কথা হয়েছিল মায়ের সাথে। অথচ মঙ্গলবার সকালেই সব শেষ! নওদার আমতলায় এক বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। যে ঘটনায় ধুন্ধুমার কাণ্ড বাঁধে হোস্টেলের বাইরে। মৃত্যুর খবর কানে পৌঁছতেই স্কুলের হোস্টেলের সামনে আত্মীয় সজনরা বিক্ষোভ দেখান মঙ্গলবার দুপুরে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ।

Nowda incident কেন এমন পরিণতি হল স্কুল ছাত্রীর? কারণ অধরাই।  পরিবার সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলের হোস্টেলেই থাকত ১৪ বছরের কিশোরী। মঙ্গলবার সকালে সেখানেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে পরিবারের দাবী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার।

Nowda incident পরিবার বলছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হোস্টেল থেকে ফোন আসে। বলা হয় মেয়ে অসুস্থ! দশ মিনিটের মাথায় আবার ফোন আসে- বলা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ফের কিছুক্ষন পর জানানো হয় মারা গিয়েছে সে। মৃতের এক আত্মীয় মনিরুল মণ্ডল জানান, “হোস্টেলের তরফে জানানো হয় বান্ধবীর সাথে ঝামেলার জেরেই আত্মঘাতী হয়েছে কিশোরী। কিন্তু তার কোন আঁচ কোনদিনই পায়নি কিশোরীর বাবা, মা।” পরিবারের অভিযোগ- মৃতদেহ না দেখিয়ে ময়নাতদন্তে পাঠানো হয় হোস্টেল কর্তিপক্ষের তরফে।ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। মৃত্যুর কারণ নিয়ে ঘনিয়েছে রহস্য। মেয়েকে হারিয়ে শোকে পাথর আত্মীয়রা। নওদা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ইতিমধ্যেই। আত্মহত্যা নাকি পেছনে রয়েছে অন্য কারণ? হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাবাদে কী কী তথ্য উঠে আসে? পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে মৃতের পরিবার।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now