Nowda Case নওদা ‘শুটআউট’ কাণ্ডে পুলিশ হেফাজতে সাহারুল

Published By: Imagine Desk | Published On:

Nowda Case নওদা গুলি কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হল একজন। ধৃতের নাম সাহারুল সেখ। ধৃতকে সোমবার বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃতের বাড়ি নওদার আলীনগরে। সুত্রের খবর, রবিবার রাতে নওদা থানায় নিজেই আত্মসমর্পণ করে সাহারুল!।

Nowda Case গত শনিবার নওদার সর্বাঙ্গপুরে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হন স্থানীয় এক যুবক রিন্টু বিশ্বাস। আহত যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন, হয় অস্ত্রপচার। এই ঘটনায় আহতের পরিবারের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। গুলিবিদ্ধ যুবকের পরিবারের তরফে অভিযোগ ওঠে- এলাকায় শোভাযাত্রার সময় দলীয় মিটিং এ যাচ্ছিলেন তৃণমূল লোকজন। সেই সময় রাস্তায় সাইড না দেওয়ায় বচসা বাঁধে। সেই বচসা থেকেই তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি চালানো হয় রিন্টু বিশ্বাসকে লক্ষ করে।

Nowda Case ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা এলাকাজুড়ে। ঘটনার দিনই গুলিবিদ্ধ যুবক জানিয়েছিলেন- রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকাই তাঁর উপর গুলি চলে। ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই গ্রেপ্তার সাহারুল সেখ। যদিও কে এই সাহারুল সেখ? এই ঘটনায় তাঁর কী যোগ? কেনই বা এই কাণ্ড ঘটাবেন তিনি? যা নিয়ে তদন্ত শুরু হয়েছে।