Nowda accident ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘুম ভাঙল বিকট শব্দে! প্রথমে বট গাছে তারপর বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা বালি বোঝাই ডাম্পারের। মুর্শিদাবাদের নওদার চন্ডিপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ডাম্পার চালক ও খালাসী। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আমতলা থেকে রাধানগরের দিকে যাওয়ার পথে চন্ডিপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে এবং পরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ডাম্পারটি। দুর্ঘটনার জেরে ডাম্পারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে কোনরকমে টেনে হিঁচড়ে গাড়ির ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় বের করেন চালক ও খালাসিকে। স্থানীয় এক বাসিন্দা জাইদুল বিশ্বাস বলেন, চালক ঘুমিয়ে যাওয়ার ফলে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও রাস্তার হালও ভালো নেই। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিয়ে যায়।
Nowda accident দুমড়ে-মুচড়ে গেল ডাম্পার! সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা নওদায়
By Imagine Desk
Published on: October 29, 2024














