Nobogram Water Day Observation আদিবাসী গ্রামের মেঠো পথে জল বাঁচানোর অঙ্গীকার

Published By: Imagine Desk | Published On:

Nobogram Water Day Observation জল জীবন। জল অধিকার। এই অধিকার তাদেরও। জল তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারা জানেন। আর জানেন বলেই তারা আজ ঐক্যবদ্ধ। মুর্শিদাবাদের নবগ্রামের আদিবাসী অধ্যুষিত গ্রাম আরুলিয়া। এই গ্রামের জলব্যবহারকারী সমিতির সদস্যরা আজ নেমেছিলেন পথে। জল বাঁচাতে তাদের অঙ্গীকার দৃঢ়। গ্রামের মেঠো পথে হয় মিছিল। প্ল্যাকার্ড হাতে অলিওলি  ঘুরে তারা বললেন জল ধরা এবং জল বাঁচানোর কথা। World Water Day 2025 

স্লোগানে ওঠে জল বাঁচানোর অঙ্গীকার, জল সংরক্ষণের কথা। শপথ নিয়ে গ্রামের আর পাঁচজনকে সচেতন করার বার্তাও দিলেন সাধারণ এই মানুষগুলি।

২২ শে মার্চ, বিশ্ব জল দিবস। বিশ্বজুড়ে এদিন পালিত হল নানান অনুষ্ঠান। আর এভাবেই নিজেদের মতো করে বিশ্ব জল দিবস পালনে এগিয়ে এলেন আদিবাসী গ্রামের বাসিন্দারা। এবছর বিশ্ব জল দিবসের থিম- ‘হিমবাহ সংরক্ষণ‘, ‘হিমবাহ অপরিহার্য’। পানীয় জল হিসেবে ভূগর্ভের জল যেভাবে যথেচ্ছভাবে তোলা হচ্ছে, তা যে অশনি সংকেত বয়ে নিয়ে আসছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন বিভিন্ন স্তরের মানুষ শপথ নিয়েছেন জল বাঁচানোর। ঠিক যেমন এই শ্রমজীবী মানুষগুলি নিলেন আজ।