Nobogram নবগ্রামের গুড়া পাশলা গ্রাম পঞ্চায়েতে উপসমিতির অনাস্থা ভোট হল সোমবার। আর এই অনাস্থা নিয়েই শুরু হয়েছে বিতর্কের। নিয়ম না মেনে অনাস্থা ভোটের অভিযোগ বিরোধী জোট কংগ্রেসের।
Nobogram ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জোট কংগ্রেসের প্রতীকে জয়ী হন ১২জন আর তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন ১০জন। পঞ্চায়েতের ক্ষমতা দখল করে জোট কংগ্রেস ও তাদের সঞ্চালক গঠন হয়। কিন্তু দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে প্রায় দু বছর পর তৃণমূল কংগ্রেসের উপ সমিতির অনাস্থা ডাকা হয়।
Nobogram নবগ্রামের জয়েন্ট বিডিওর উপস্থিতিতে হাত তুলে ভোট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি জোট কংগ্রেস । তাদের দাবি সংবিধানের নিয়ম মেনে এই ভোট হচ্ছে না। ১৯৯৫ সালের আইন বোঝানো হচ্ছে, কোটের স্টে অর্ডার থাকা সত্ত্বেও এই উপঅনাস্থা ভোট করা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। অঞ্চলের কার্যকরী সভাপতি মতিউর রহমানের অভিযোগ, ব্লক প্রশাসনিক কর্তা দালালি করছেন। বিরোধীদের কথা শোনা হচ্ছে না। জোর পূর্বক সঞ্চালক ভাঙার চেষ্টা হয়েছে। আজকের ভোট কোনভাবেই মানা হবে না। একতরফা ভোটের অভিযোগ করেন পঞ্চায়েতের প্রধান সাদেকুল শেখ।
Nobogram অপরদিকে তৃণমূল কংগ্রেস তাদের ১৪ জন সদস্যের ভোট পেয়ে সঞ্চালক দখলের উল্লাসে মেতে ওঠে। বিরোধীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের। নিয়ম মেনেই অনাস্থা হয়েছে বলেই দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি।