এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nobogram News চলল গুলি, ফিল্মি কায়দায় অপহরণ! নবগ্রাম কাণ্ডে মালদা থেকে গ্রেফতার

Published on: March 18, 2025
Nobogram News

Nobogram News মুর্শিদাবাদের নবগ্রামে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। একেবারে ফিল্মি কায়দায় গাড়ি করে এসে অপহরণের চেষ্টা! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নবগ্রামের ছোট বাথান মোড়ের কাছে নবগ্রাম- লালবাগ রাজ্য সড়কে। জানা গিয়েছে, নবগ্রামে ফাইনান্স কোম্পানির এক কর্মীকে গুলি ও অন্য এক কর্মীকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতি। যদিও শেষ রক্ষা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে মালদা থেকে গ্রেফতার করা হয় এক দুষ্কৃতিকে। অন্যদিকে উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও।

Nobogram News পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় নবগ্রামের ছোট বাথান এলাকায় ফাইনান্স কোম্পানির দুই কর্মী কাজে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাদের পথ আটকে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলিবিদ্ধ হন দীপ্তেশ মন্ডল নামে এক ফাইন্যান্স কোম্পানির কর্মী। তাঁর সাথে থাকা সহকর্মী ইন্দ্রজিৎ ঘোষকে অপহরণ করে চম্পট দেয় দুষ্কৃতিরা।

Nobogram News এরপরেই ঘটনা জানাজানি হয়। স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ। গুলিবিদ্ধ দীপ্তেশ মন্ডলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটর বাইক ও মোবাইল উদ্ধার করে। তদন্ত নেমে সোমবার রাতেই নবগ্রাম থানার পুলিশ মালদার কালিয়াচক থেকে অপহৃত ইন্দ্রজিৎ ঘোষকে উদ্ধার করে। এই ঘটনায় গ্রেফতার করা হয় আবু হানিফ নামে এক যুবককে। মঙ্গলবার ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় নবগ্রাম থানার পুলিশ।

Nobogram News লালবাগ অ্যাডিশানাল এসপি রাসপ্রীত সিং জানান, একটা ঘটেছে কালকে। বাইকের পেছনে ধাওয়া করে দুষ্কৃতিরা। তারপর গুলিও করা হয়। একজন আহত হয়েছেন। যদিও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। একজনকে অপহরণ করা হয়েছিল। তাকেও উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ হেফাজতে নেওয়া হবে। টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ঝামেলা, প্রতিশোধ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now