Nobogram News থানায় হাজিরার ডাক পেয়ে ঘটালেন এই কাণ্ড। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত হিলল গ্রামের বাসিন্দা উৎপল মেহেনার এই পরিণতি দেখে শোকস্তব্ধ আত্মীয় সজনেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, উৎপল মেহেনার ছেলে পাড়ারই কোন এক মেয়ের মোবাইল নম্বরে এসএমএস পাঠায়। তরুণীর পরিবারের তরফে অভিযোগ যায় নবগ্রাম থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শুক্রবার নবগ্রাম থানায় ডেকে পাঠানো হয় বাবা উৎপল মেহেনাকে। আর থানার ডাকেই চূড়ান্ত অপমানিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নিলেন তিনি। এমনটাই দাবি মৃতের স্ত্রীর। তিনি জানান, ছেলে কোন দোষ করলে থানায় অভিযোগের আগে তাদের একবার জানানো যেত! না হলে অপমানে, আতঙ্কে এই কাণ্ড ঘটাতেন না স্বামী।
Nobogram News দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই খোঁজ নেই উৎপল মেহেনার ছেলের। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা।