Nobogram News মুর্শিদাবাদ জেলায় নাবালিকা বিয়ে Child Marriage রুখতে তৎপর পুলিশ প্রশাসন। নাবালিকা বিয়ের প্রস্তুতি হোক বা বিয়ে গোপনে খবর পেতেই চলছে অভিযান। এক কথায় নাবালিকা বিয়ে আটকাতে কার্যত জিরো টলারেন্স নীতি প্রশাসনের। এই অবস্থাতেও হাজারো নিষেধ সতর্কীকরণের পরেও দেখা যাচ্ছে নাবালিকা বিয়ের মতো অপরাধমূলক ঘটনা। এরকমই এই ঘটনা ঘটল নবগ্রামে। যদিও হল না শেষ রক্ষা।
Nobogram News নাবালিকা বিয়ের অভিযোগে শ্রীঘরে স্বামী, শ্বশুর
Nobogram News নাবালিকা বিয়ের পরের দিনই বাড়িতে হাজির পুলিশ। নবগ্রামে নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর। জানা গিয়েছে, গত বুধবার নবগ্রামের পলসন্ডা গ্রামের বাসিন্দা শুভ মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে স্ত্রীকে নিয়ে আসে। কিন্তু পাত্রী নাবালিকা। গোপনে সেই বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার বাড়িতে হানা দেয় নবগ্রাম থানার পুলিশ। নাবালিকা বিয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় শুভ মণ্ডল ও তার বাবা চন্দন মণ্ডলকে। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। শুক্রবার বাবা ও ছেলেকে লালবাগ কোর্টে পাঠায় নবগ্রাম থানার পুলিশ।