মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় আছে তবে নেই কোন আধিকারিক। নেই উপাচার্য। নেই কোন রেজিস্টার। এমনটাই পরিস্থিতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের। স্থায়ী উপাচার্য নিয়োগ সহ বিশ্ব বিদ্যালয়ে পঠন পাঠনের পরিকাঠামো আরও উন্নতি করার দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানে বাম ছাত্র সংগঠন এসএফআই।
১৩ জুন ২০২৩ সালে উপাচার্য রূপ কুমার বর্মনের মেয়াদ শেষ হয়। পাশাপাশি গত ৩১ শে অগাস্ট থেকে নেই রেজিস্টার। এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির দাবি, কবে নিয়োগ হবে স্থায়ী উপাচার্য। এর আগেও ডেপুটেশন দিতে গেলে সেই ডেপুটেশন গ্রহণ করার কোনো অধিকারীকেও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার এসএফআইয়ের মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পদের স্থায়ী কর্মী নিয়োগ, সঠিক সময় অন্তর ফলাফল প্রকাশ করা, বিশ্ববিদ্যালয় অ্যান্টি র্যাগিং সেল চালু করার সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হন এসএফআই নেতৃত্ব।