মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ হাইকোর্টের নির্দেশের পরেও উঠল রানিনগর ২ ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে রাখার অভিযোগ । পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত সমিতি সদস্যের পরিবারের। পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন পঞ্চায়েত সদস্যের বাবা জেন্ডার মল্লিক । উর্মিলা খাতুনের বাবার দাবি, মানা হয় নি আদালতের নির্দেশ। বুধবার বহরমপুরে কংগ্রেস অফিসে সাংবাদিকের মুখমুখি হয়ে জেন্ডার মল্লিক দাবি করেছেন, ৮ সেপ্টেম্বর অপহরণ করা হয় মেয়েকে । অভিযোগ, উর্মিলাকে নিরাপত্তা দেবার নাম করে নিয়ে যান মোস্তাফা সিরাজ নামের এক স্কুল শিক্ষক।
মঙ্গলবার রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য ঊর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । কংগ্রেসের অভিযোগ ছিল, ৮ই সেপ্টেম্বর অপহরণ করা হয় কংগ্রেসের প্রতীকে জয়ী উর্মিলা খাতুনকে । মঙ্গলবার তাঁকে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। দেওয়া হয় পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশেও । এর আগে ১০ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন উর্মিলা খাতুন। মঙ্গলবার আদালতে উর্মিলা জানান, নিজের বাড়িতে ফিরতে চান তিনি। তবে থানায় ৩ ঘন্টার বৈঠকে বদলে গেল ছবি। বুধবার সাংবাদিক বৈঠক করে, রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা খাতুনও। যদিও তার মুখে শোনা গিয়েছে উলটো বয়ান।
ঘটনায় ঘুরে ফিরে আসছে মোস্তফা সিরাজ নামের রানিনগর ২ ব্লকের এক শিক্ষকের নামও। ওই শিক্ষকের দাবি, বাড়িতে নিরাপত্তা নেই । নিরাপত্তারক্ষীদের দাঁড়ানোর জায়গাও নাকি নেই। তাই নাকি তার বাড়িতেই আছেন উর্মিলা