নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যে এবছর রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন। এবার মেধাতালিকায় প্রথম ১০ এ রয়েছে 118 জন। প্রথম দশে এবার নেই মুর্শিদাবাদের কোন ছাত্র ছাত্রী। প্রতি বছর মাধ্যমিকের রেজাল্টে প্রথম ১০ এর মধ্যে মুর্শিদাবাদের ছাত্র ছাত্রীরা স্থান করে নিতে পারলেও। এই বছর কেন মুর্শিদাবাদ জেলার কোন ছাত্রছাত্রী মেধাতালিকায় নেই এই মেধাতালিকায় তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলার স্কুল গুলির মধ্যে বহরমপুর শহরের স্কুল গুলিতে রেজান্ট ভালো হলেও প্রথম ১০ এ স্থান পায়নি কোন ছাত্র ছাত্রীই। যদিও শিক্ষক শিক্ষিকাদের দাবী কোভিড সময়ের কিছুটা প্রভাব পড়তে পারে এই রেজাল্টে। ইংরেজিতে নম্বর কমায় এবার জেলার ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় নেই বলেই দাবী অনেকের। শিক্ষক শিক্ষিকাদের একাংশ মনে করছেন, কয়েক বছর কোভিদের সময় বিদ্যালয় ও বাড়িতে পড়াশোনায় কিছুটা ছেদ পড়েছিল তারই প্রভাব হয়তো পড়েছে এবারের রেজাল্টে।
প্রতিবছর মেধা তালিকায় মুর্শিদাবাদের ছাত্র ছাত্রীদের দেখা গেলেও এবছর ছবি টা একে বারে উল্টো। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৫১৬ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ৭৭৬ জন, ছাত্রী সংখ্যাব ৩৫ হাজার ৭৪০ । তবে মেধাতালিকায় থাকা ১১৮ জনের মধ্যে কোন ছাত্র ছাত্রী না থাকায় কার্যত হতাশ শিক্ষক শিক্ষিকারা ।
মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় নেই মুর্শিদাবাদের কেউ
Published By: Madhyabanga News |
Published On:
