এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

NIA তদন্ত চাইছেন ডোমকলে বোমা বিস্ফোরণে নিহতের পরিবার

Published on: July 6, 2022

মামুন আব্দুল কায়েম : ডোমকল ৫ই জুলাই – ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হওয়া যুবক সিরাজুল শেখের পরিবার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তার কাকা সরিফুল মণ্ডল বলেন কি ভাবে বিস্ফোরণ হলো তার সঠিক তদন্ত হোক। শুভেন্দু অধিকারী এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এনআইএ তদন্ত চেয়ে চিঠি দেন তার পরিপেক্ষিতে সিরাজুলের পরিবারের দাবি যদি ঐ(এনআইএ) তদন্তে সঠিক কারণ বেরিয়ে আসে তা হলে সেই তদন্ত হোক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও এদিন সিরাজুলের বাবা আসরাফ মণ্ডল এদিন সংবাদ মাধ্যমেের সামনে কোন মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য সোমবার রাতে ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকায় মাঠের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা। সেই সময় বিস্ফোরণ ঘটে, এমনটাই স্থানীয়দের দাবি। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে যুবক সিরাজুল শেখের।এই ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক নাজবুল শেখ। মৃতের পরিবারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয় স্থানীয় এক ব্যক্তির জমি দখল ঘিরে দল বেঁধেছিলেন গ্রামেরই কয়েকজন। দেওয়া হয়েছিল জমির টোপ। সেই ফাঁদেই পা দিয়েছিল সিরাজুল। আর এই ঘটনার পরেই উঠছিল একাধিক প্রশ্ন। কি কারনে বোমা বাধা হচ্ছিল ? এদিন NIA তদন্তরের দাবি উঠায় ফের শুরু রাজনৈতিক তরজাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now