মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কলকাতায় দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের মেধাবী ছাত্রের । রবিবার, বছরের প্রথম দিনই বিকেল ৪টা নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদ। মাস্টার্সের ২য় বর্ষের ভূগোলের ছাত্র সাকিলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মদনপুর গ্রাম পঞ্চায়েতের ধনাইপুরে।
দৌলতাবাদের মদনপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পারি দেয় গ্রামের মেধাবী ছেলে শাকিল ওরফে রনি । এই বছরই পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার কথা। কিন্তু আর বাড়ি ফেরা হল না। নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল শাকিল । তাঁর মৃত্যুতে হাহাকার নেমেছে পরিবারে। পরিবার সূত্রে খবর, পোস্ট মরটেমের পর সন্ধ্যায় কলকাতা থেকে গ্রামে নিয়ে আসা হবে সাকিলের মরদেহ।
শাকিলের মৃত্যুতে শোকের ছায়া ধনাইপুরে। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে এখনও ধরা যায়নি। অধরা গাড়িটিকে খুঁজে বের করার দাবি নিয়ে নিউটাউনে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছে শাকিলের সহপাঠিরা।