এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

New Train অবশেষে নশিপুর ব্রিজ দিয়ে হামসফর এক্সপ্রেস  ! কী টাইমটেবিল ?

Published on: June 12, 2025
New Train over Nashipur Railbridge

New Train অবশেষে নশিপুর রেলসেতুর উপর দিয়ে চলবে এক্সপ্রেস ট্রেন। ১৪ জুন উদ্বোধন হবে নতুন হামসফর এক্সপ্রেসের। উদ্বোধনী স্পেশাল ট্রেন শনিবার দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে। তিনটে দশে নিউজ জলপাইগুড়ি থেকে ছাড়বে। এরপর আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, সামসি , মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট স্টেশন, কৃষ্ণনগর, রাণাঘাট, নৈহাটি হয়ে রবিয়ার  ভোর চারটেই পৌঁছাবে শিয়ালদহ। ২০২৪ এর ২ অক্টোবর নশিপুর রেল সেতুর উপর দিয়ে চালু হয়েছিল যাত্রীবাহী ট্রেন। তারপর আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর অবধি ৪ জোড়া লোকাল ট্রেন চলছিল এতোদিন। অবশেষে চালু হল এক্সপ্রেস ট্রেন।

New Train  ২০ জুন থেকে শুরু হবে এই ১৩১১৫ শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা। সাপ্তাহিকভাবে চলবে এক জোড়া ট্রেন। ২০ তারিখ শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। ২১ তারিখ ছাড়বে জলপাইগুড়ি রোড থেকে। শিয়ালদহ থেকে ১৩১১৫ প্রতি শুক্রবার এবং জলপাইগুড়ি রোড থেকে ১৩১১৬ প্রতি শনিবার চলবে । ১১ জুলাই অবধি এই ট্রেনে থাকবেঃ এসি ৩ টায়ার কোচঃ ১৬ টি , স্লিপার শ্রেণির কোচঃ ২ টি । থাকবে ১ টি প্যান্ট্রি কার। ১৮ জুলাই থেকে ১৫ টি এসি ৩ টায়ার, ৩ টি স্লিপার কোচ থাকবে।

New Train  এই ট্রেন কোন স্টেশনে থামবে কখন ?

শুক্রবার শিয়ালদহ থেকে রাত ১১ টা ৪০ এ ছাড়বে ১৩১১৫ শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফ এক্সপ্রেস। বহরমপুর কোর্টে এই ট্রেনের ছাড়ার সময় রাত ২ টো ৩৭। আজমগঞ্জ জংশন থেকে এই ট্রেন ছাড়বে রাত ৩ টে ৫৮ তে। নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে শনিবার সকাল ১০ টা ২০ মিনিটে। বেলা ১২ টায় পৌঁছাবে জলপাইগুড়ি রোড।

New Train  শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে ১৩১১৬ জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। রাত ৯ টা ১৫ মিনিটে ছাড়বে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। মালদায় সময় রাত ১ টা ৩০। রবিবার ভোর ৪ টে ২ মিনিটে ছাড়বে বহরমপুর স্টেশন থেকে। সকাল ৮ টা ১০ মিনিটে পৌঁছে যাবে শিয়ালদহে।

New Train ২০০৪ সালে নশিপুর আজিমগঞ্জ Nashipur Azimganj  রেলসেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী Rail Minister  লালু প্রসাদ যাদব Lalu Prasad Yadav । ২০১০ সালে রেল সেতু চালু হওয়ার কথা ছিল ।  জমি জটের কারণে দীর্ঘ সময় থমকে ছিল রেল সেতুর নির্মাণ কাজ। জট কাটিয়ে ২০২২ সালে ফের শুরু হয় রেল সেতুর কাজ। ২০২৪ সালের  ২ মার্চ কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক থেকে নশিপুর রেল সেতুর উপর নয়া রেল লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi ) । মুর্শিদাবাদ ( Murshidabad)  ও আজিমগঞ্জ (Azimganj Junction)  স্টেশনের মাঝে ৭ কিলোমিটার নতুন রেল লাইনকে জাতির প্রতি  উৎসর্গ করার ঘোষণা করা হয়  সরকারের পক্ষ থেকে। ২০২৪ এর ২ অক্টোবর  নশিপুর রেল সেতুর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলা শুরু হয়।

New Train রেলকতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেনের ফলে কিছু ট্রেনের সূচির বদল হচ্ছে। ১৩১৫৩ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ০৫ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে, যা যাত্রা শুরুর তারিখ ২০.০৬.২০২৫ থেকে কার্যকর হবে এবং পথিমধ্যে অনান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। ২.১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সকাল ৬টা ০৫ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে, যা যাত্রা শুরুর তারিখ ২১.০৬.২০২৫ থেকে কার্যকর হবে এবং পথিমধ্যে অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। ৩. ১৩৪২৬ সুরাট-মালদা টাউন এক্সপ্রেস সকাল ৫টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৩০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে, যা যাত্রা শুরুর তারিখ ২৩.০৬.২০২৫ থেকে কার্যকর হবে এবং পথিমধ্যে অন্যানা স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এই ট্রেন চালু হওয়ায় বহরমপুর থেকে উত্তরবঙ্গের ট্রেন ধরতে আর খাগড়াঘাট স্টেশনে যেতে হবে না।

 

 

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now