New Intercity Express কলকাতা টু মালদা- চালু হচ্ছে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস, ছুঁয়ে যাবে Murshidabad

Published By: Imagine Desk | Published On:

New Intercity Express  “City of Joy” থেকে “Gateway to North Bengal” রেল যোগাযোগ আরও উন্নত করতে এবার কলকাতা থেকে মালদা টাউন রুটে একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস kolkata- Malda Town Intercity Express চালুর পথে ভারতীয় রেল Indian Railways। ট্রেন নম্বর ১৩১৩৯ — ‘কলকাতা – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস’ নামেই পরিচিত হতে চলেছে এই নতুন পরিষেবা। ট্রেনটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু না হলেও সম্ভাব্য সময়সূচি ও রুট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ফলে যাত্রাপথে এই নতুন ট্রেন সম্পর্কে সাধারণ যাত্রীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ১লা জুলাই পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

New Intercity Express রেল সূত্রে জানা গেছে, এই ট্রেনটি চালু হলে কলকাতা থেকে মালদা জেলার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। একইসঙ্গে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সরাসরিযোগাযোগের এক নতুন দ্বার খুলে যাবে। সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ তালিকা হল, কলকাতা স্টেশন (KOAA): সকাল ০৮:১০ এ ছেড়ে নৈহাটি: সকাল ০৮:৫৯, রানাঘাট: সকাল ০৯:৫০, কৃষ্ণনগর: সকাল ১০:২০, মুর্শিদাবাদ: সকাল ১১:৪৭ এ আসবে। তারপর সেখান থেকে ভাগীরথী নদীর বুক চিরে আজিমগঞ্জ: দুপুর ১২:০০pm এ পৌঁছবে। তারপর সেখান থেকে জঙ্গিপুর: দুপুর ১২:৩৩ হয়ে নিউ ফারাক্কা: দুপুর ০১:১৪, মালদা টাউন (MLDT): দুপুর ০২:৫০ – এ গিয়ে পৌঁছবে ট্রেনটি।

 

New Intercity Express রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ট্রেনটি এখনো তালিকাভুক্ত হয়নি। তবে খুব শীঘ্রই তালিকাভূক্ত হবে। ফলে সময়সূচি ও স্টপেজ সংক্রান্ত বিবরণ পরিবর্তিত হতে পারে। যাত্রীদের চূড়ান্ত সময়সূচি ও টিকিট বুকিংয়ের আগে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট স্টেশন থেকে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ইন্টারসিটি ট্রেন চালু হলে দিনে দিনে কলকাতা ও মালদা জেলার মধ্যে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর সুবিধা হবে। ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রী, প্রত্যেকেই এই নতুন পরিষেবার সুবিধাভোগী হবেন। বিশেষ করে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফরাক্কার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে যুক্ত করে এই ট্রেন যে এক বড় ধরনের চাহিদা পূরণ করতে চলেছে,তা আর বলার অপেক্ষা রাখে না।

New Intercity Express মালদা একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, তাই এই রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রী দুর্ভোগ কমবে এবং যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এছাড়াও, মালদা থেকে কলকাতা এবং অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য আরও একটি বিকল্প পথ তৈরি হবে। বর্তমানে, কলকাতা থেকে মালদা যাওয়ার জন্য কয়েকটি ট্রেন উপলব্ধ রয়েছে, যেমন – ১৩০১১/১২ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩১৫৩/১৩১৫৪ গৌড় এক্সপ্রেস উইকিপিডিয়া। তবে, নতুন ট্রেনটি এই রুটে যাত্রা করা যাত্রীদের জন্য একটি অতিরিক্ত সুবিধা নিয়ে আসবে।