New GST Regime কেন্দ্রীয় সরকারের পণ্য পরিষেবা কর Goods and Services Tax (GST) কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে জিএসটি কাউন্সিল। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। এবার থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে— ৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হল। কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়।
New GST Regime কবে থেকে কার্যকর?
New GST Regime আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে। নতুন ব্যবস্থায় কোন কোন পণ্যের দাম বাড়ল? সস্তা হল কী কী?
New GST Regime দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর ৫% জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চি়জ় এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫%। একই হার প্রযোজ্য বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি এবং বিভিন্ন সব্জির দাম কমছে। এসব ক্ষেত্রে জিএসটি ১২% থেকে ৫% করা হয়েছে। এছাড়াও জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২% থেকে কমে হল ৫%। এর বাইরেও মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এত দিন ১৮% জিএসটি ছিল এই সমস্ত পণ্যে। জিএসটি কমল ৫%।
New GST Regime এছাড়াও যাবতীয় জীবনবীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
New GST Regime বিড়ির দাম কমছে। বিড়ির পাতার উপর ১৮% থেকে জিএসটি কমে হচ্ছে ৫%। বিড়ির উপর ২৮% থেকে জিএসটি কমে হচ্ছে ১৮%। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার উপর জিএসটি ৫% নামিয়ে আনা হচ্ছে।
New GST Regime TV, AC -র দাম কমছে
New GST Regime টিভি, এসি, ছোট গাড়ি, ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮% জিএসটি নেওয়া হবে।

New GST Regime দাম বাড়ছে কিসের?
New GST Regime তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি, মোটরবাইক, প্রাইভেট জেট, রেসিং কার। এগুলির উপর ৪০% জিএসটি আরোপ করা হয়েছে। এছাড়াও পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। ২৮% থেকে জিএসটি করা হচ্ছে ৪০%। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০% হারে জিএসটি নেওয়া হবে। কয়লার দাম বাড়ছে। ৫% থেকে ১৮% হচ্ছে কয়লার উপর GST।