New GST 2.0 impact আজ থেকে কার্যকর নয়া জিএসটি, উৎসবের মরশুমে মধ্যবিত্তের মুখে কি হাসি ফুটল?

Published By: Imagine Desk | Published On:

New GST 2.0 impact  নয়া জিএসটির ছোঁয়ায় সস্তা ৩৭৫টি পণ্য! 

New GST 2.0 impact দেশ জুড়ে এখন উৎসবের মরশুম। একদিকে নবরাত্রির ধুম, পশ্চিমবঙ্গে সূচনা শারদীয়া উৎসবের। এরই মাঝে মধ্যবিত্তের জন্য সুখবর। আজ, ২২ শে সেপ্টেম্বর  দেশ জুড়ে শুরু হয়ে গেল নয়া জিএসটি GST ব্যবস্থা। সোমবার থেকে প্রায় সমস্ত পণ্যের উপর জিএসটি চাপল ৫% বা ১৮% হারে। নয়া ব্যবস্থাপনায় ১২ এবং ১৮% এর দুটি স্তর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। জিএসটি ব্যবস্থায় এই নতুন সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসেরই দাম কমছে।

New GST 2.0 impact নয়া জিএসটি কার্যকরের সুবিধা কী হচ্ছে?

New GST 2.0 impact দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে গাড়ি, ওষুধ, ইলেক্ট্রনিক্স- নতুন জিএসটি ব্যবস্থায় সোমবার থেকে সস্তা হচ্ছে ৩৭৫ টি পণ্য। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমে সাধারন মানুষের মনে স্বস্তি যে ফিরল তা বলাই বাহুল্য। সাজ সজ্জার সরঞ্জামেও ছাড়। ব্যক্তিগত স্বাস্থ্য বীমা পলিসিগুলির উপর থেকে জিএসটি সরছে। একাধিক জীবনদায়ী ওষুধের উপর জিএসটি পুরোপুরি তুলে না দেওয়া হলেও অর্থ মন্ত্রক জানিয়েছে, এখন থেকে সেগুলির উপর ৫% হারে জিএসটি নেওয়া হবে। অর্থাৎ দাম কমবে আগের থেকে। ডায়াগনস্টিক কিট এবং গ্লুকোমিটারের মতো চিকিৎসা সরঞ্জামের উপরও জিএসটি চাপবে ৫ শতাংশ হারে। এছাড়াও, দুধ, পনির, পাউরুটির উপর ৫% জিএসটি ছিল। নতুন ব্যবস্থায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এই ছাড় উদ্ভিজ দুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

New GST 2.0 impact জিএসটি- ২.০ এর আওতায় সয়া দুধ-সহ সমস্ত উদ্ভিজ দুধের উপর ৫% কর রয়েছে।

New GST 2.0 impact  কন্ডেসড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫%। জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর জিএসটি এখন ৫%।

See also  সাইকেলে ভালো থাকে ফুসফুস; করোনা আবহে ভালো থাকে স্বাস্থ্য ;৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবসে কী বলছেন এক্সপার্টরা

New GST 2.0 impact দাম কমছে মধু, চকোলেট, কর্ণফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের।

New GST 2.0 impact প্রসাধনীর ক্ষেত্রে ফেস পাউডার এবং শ্যাম্পুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে। স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে ৫% জিএসটি।

New GST 2.0 impact  জিএসটি সংস্কারের পর কিছু পণ্যের দাম বাড়ছেও

New GST 2.0 impact বিলাসবহুল গাড়ি এবং মোটরবাইক, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।পানমশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। ২৮ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে ৪০ শতাংশ। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে।