এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

New Express Train at Berhampore: বহরমপুরে চাপবেন, নামবেন কামাখ্যায়, মিজোরামে,পুজোর আগেই নতুন ট্রেন?

Published on: September 9, 2025
New Train at Berhampore

সপ্তাহে তিন দিন কলকাতা থেকে ছাড়বে কলকাতা-সাইরাং এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মরশুমে ছুটির যাবতীয় প্রস্তুতি সারা। মুর্শিদাবাদ জেলাবাসী এবার নতুন করে তালিকা করুন। শুনলেই মন উচাটন হবে। হাত কামড়াবে।
আগেই পূর্ব রেল ঘোষণা করেছিল, কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজা স্পেশাল ট্রেন চালু হবে। পুজোর চাপ সামলাতে এই ঘোষণা ছিল। এবার ফের পুজোর রেলের উপহার? কলকাতা ও সাইরাঙ্গের মধ্যে নতুন ট্রেনের New Express Train ঘোষণা? ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস Kolkata Sairang Express। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা এই ট্রেনটি থামবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট Berhampore Court, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচ বিহার, তুফানগঞ্জ, গলকগঞ্জ, গৌরীপুর, বিলাসিপারা, অভয়াপুরি, গোলপারা টাউন, কামাখ্যা, গুয়াহাটি, হজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি, বইরবি। ট্রেনটি কলকাতা থেকে শনিবার, মঙ্গলবার ও বুধবার ছাড়বে। সাইরাং থেকে সোম, বৃহস্পতি, শনিবার ছাড়বে। তবে ট্রেনটি কবে চালু হবে তার নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। রেল বোর্ডের একটি নির্দেশিকা হাতে এসেছে। গত ১ সেপ্টেম্বর ওই নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, দ্রুত চালু হবে ট্রেনটি। রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে।

New Express Train From Berhampore: এদিকে, আগের ঘোষণা অনুযায়ী, কলকাতা-নিউ জলপাইগুড়ি নতুন ট্রেনটি ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রবিবার রাত ১১ টা ৪০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা। কলকাতা-এনজেপি ট্রেনটি উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন। পর দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে তা নিউ জলপাইগুড়ি পৌছনোর কথা। ওই ট্রেনটি ২৯ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত সোমবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। পরের দিন রাত ১২ টা ৪০ মিনিটে কলকাতা পৌঁছবে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ জংশন ও জঙ্গীপুর রোডে ট্রেনটি থামবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now