এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkol Municipality ডোমকলের নতুন পুর প্রশাসক SDO শুভঙ্কর বালা

Published on: September 2, 2025

Domkol Municipality ডোমকলে নতুন পুর প্রশাসক Administrator নিযুক্ত হলেন। মহকুমাশাসক শুভঙ্কর বালাকে সোমবার পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রশাসক জানিয়েছেন, আমরা ভালোভাবে পরিশেবা দেওয়ার চেষ্টা করব। গত তিন বছর ধরে এখানে পুর প্রশাসক ছিলেন বিধায়ক জাফিকুল ইসলাম।

Domkol Municipality  ২০১৭ সালে প্রথম পুরবোর্ড গঠন হয়। সৌমিক হোসেন Soumik Hossain পুরপ্রধান হন। পরে তাঁকে সরিয়ে জাফিকুলকে পুরপ্রধান করা হয়। ২০২২ সালে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় জাফিকুলকে। তিনি এখন অসুস্থ। কলকাতার হাসপাতালে ভর্তি। পুরসভা পরিচালনা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল।  ডোমকলবাসী মনে করছেন এবার তাঁর অবসান হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now