নিজস্ব প্রতিনিধিঃ জ্বলছে নেপাল Nepal। গত বছর আগস্টে বাংলাদেশের পরে এবার সেপ্টেম্বরে নেপাল। অশান্ত ভারতের প্রতিবেশি। এই দুই দেশের সঙ্গে বাংলার সীমান্ত রয়েছে। তাই সতর্ক বাংলাও। বিক্ষোভের জেরে মঙ্গলবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি KP Sharma Oli। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পউডেলের বাসভবনে আগুন ধরানো হয়। এদিন নেপালে আগুনে ঝলসে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ওই ঘটনা ঘটেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে সংসদ। ভাংচুর হয়েছে সেদেশের সুপ্রিম কোর্টে। বর্তমান বিদেশমন্ত্রী আরজু রানাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। প্রাক্তন প্রধান মন্ত্রী প্রচণ্ডের বাস ভবনেও আগুন দেওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবাকেও রাস্তায় ফেলে মারা হয়েছে। ভারতীয়দের আপাতত নেপাল যেতে নিষেধ করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ও নেপালের মধ্যে ১৭৫১ কিমি সীমান্তে হাই অ্যালারট জারি করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গেও চূড়ান্ত সতর্কতা জারি । কারণ উত্তরবঙ্গে নেপাল সীমান্ত রয়েছে। এই সময় অনেকে দেশ ছেড়ে বাংলায় আসতে পারেন।
High Alert in North Bengal সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তাঁর জেরে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন হয়। সোমবার সেই বিক্ষোভে পুলিস গুলি চালালে ১৯ জনের মৃত্যু হয়। সোমবার রাতে ওই নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ থামেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে নেপালের বিদায়ী প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন।