NEET 2025 বাবা ছিলেন স্কুল শিক্ষক। মেয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে, স্বপ্ন ছিল বাবার। কিন্তু করোনা আবহে মাথায় আকাশ ভেঙে পড়ে ছোট্ট মেয়েটির। বাবাকে হারিয়ে শুরু হয় জীবন সংগ্রাম। কিন্তু লক্ষ্য ছিল স্থির। হাল না ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা বইয়ের পাতায় চোখ। অনবরত চেষ্টা। অবশেষে এল সাফল্য। সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে ডাক্তারি প্রবেশিকায় সাফল্য পেয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এর মধ্য চাচন্ড গ্রামের মেধাবী ছাত্রী ফারজানা আলম। NEET অল ইন্ডিয়ায় ফারজানার র্যাঙ্ক ২০,০০৯।
NEET 2025 কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালেন চাচন্ড বিজে হাইস্কুলের শিক্ষকরা। স্কুলের প্রাক্তন ছাত্রীর সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষকরাও আনন্দে আত্মহারা। বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ালেন শিক্ষকরা, হাতে দিলেন ফুলের তোড়া। প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, ফারজানার সাফল্যে চাচন্ড বি জে হাইস্কুল পরিবার গর্বিত। তাঁকে সম্বর্ধনা জানানো হল। এই স্কুল থেকেই মাধ্যমিক দেয় সে। তাঁর বাবা মেহবুব আলম ছিলেন চাচন্ড বি জে হাইস্কুল স্কুলেরই শিক্ষক। চাকরিরত অবস্থায় আকস্মিক ভাবে মৃত্যু হয় তাঁর। ফারজানা এগিয়ে যাক, সকলেই চাই। শিক্ষকদের থেকে সম্বর্ধনা পেয়ে খুশি ফারজানা। আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর চোখে। জানায়, ‘চাচন্ড বিজে হাইস্কুল থেকে পড়াশোনা করেছি। প্রধান শিক্ষক সংবর্ধনা দিতে এসেছেন। অনেক খুশি হয়েছি। প্রত্যেক শিক্ষকই এক সময় পড়িয়েছেন। যথেষ্ট সহায়তা করেছেন। সকলের আশীর্বাদে সফল হয়েছি।’