Nawsad Siddique Lalgola তারানগরে ভাঙন দেখে এ কী বললেন নওশাদ ?

Published By: Pabitra Tribedi | Published On:

Nawsad Siddique Lalgola পুনর্বাসন নিয়ে আইএসএফ বিধায়কের হুঁশিয়ারি – “একজনও বাদ পড়লে হাইকোর্টে যাব”

Nawsad Siddique Lalgola  নিজস্ব প্রতিবেদনঃ ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা আগামী বিধানসভা ভোট বয়কট করুক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ভাঙন (Padma Land Erosion) কবলিত এলাকায় গিয়ে ডাক দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)। তিনি লালগোলায় এদিন বলেন, এঁরা গ্রামের মানুষকে মানুষ হিসেবে দেখে না। ভোটার হিসেবে দেখে। তাই এই সমস্যার সমাধান হচ্ছে না। এলাকায় বলেছি ভোট বয়কট করুন। আগামী বিধানসভা ভোট বয়কট করুন। পদ্মা ভাঙন, গঙ্গা ভাঙন রোধের জন্যে কংক্রিটের বাঁধ নির্মাণ করো তারপরে ভোট চাইবে। সামশেরগঞ্জ, মালদার রতুয়া থেকে শুরু করে ভোট বয়কট করলে তখন এরা হাড়ে হাড়ে টের পাবে।  ভোট চাইতে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আগে কংক্রিটের বাঁধ নির্মাণ করো তারপরে ভোট চাইবে। গঙ্গায় যদি দ্বিতীয় সেতু হতে পারে, দীঘায় ঢেউ আছড়ে পড়ছে সেখানে কিছু ভাঙছে না। এখানে ঢেউ নেই অল্প স্রোতে ভেঙে চলে যাচ্ছে। সরকার কী করছে? ঘুমোচ্ছে না কি?

Nausad SiddikiNawsad Siddiqui on Ganga Land Nawsad Siddique Lalgola লালগোলা ব্লকের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙনে একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে স্থানীয় স্কুল ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার। এদিন দুপুরে এলাকাটি পরিদর্শনে আসেন আইএসএফ ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন দুপুর প্রায় বারোটার সময় তিনি পৌঁছান তারানগরে এবং সরাসরি যান তারানগর স্কুলে। যেখানে আশ্রয় নিয়েছেন ভাঙনপীড়িত পরিবারগুলো। প্রায় কুড়ি মিনিট ধরে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ, চাহিদা ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।বিধায়ক জানান, “এই এলাকায় প্রায় ১৩৮টি বাড়ি পদ্মা নদীতে তলিয়ে গেছে। পুনর্বাসনের জন্য তালিকা তৈরি হচ্ছে। তা থেকে যদি একজন মানুষও বাদ পড়েন, আমি সরাসরি হাইকোর্টে যাব এবং তাদের হক আদায় করব।”Nausad Siddiki on Ganga Land Erosion 

See also  Khela Hobe: বহরমপুরেও "খেলা হবে", কী পরিকল্পনা ক্রীড়া দফতরের ?

Nawsad Siddique Lalgola নওশাদ কটাক্ষ করে বলেন, “এখানে একজন হাফ মন্ত্রী রয়েছেন, তিনি বলেছেন—আমি এসেছি, মুখ্যমন্ত্রীর আসার দরকার নেই।” এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজ্য সরকারের উদাসীনতার সমালোচনা করেন। তাঁর আগমন ঘিরে তারানগরে উপচে পড়া ভিড় দেখা যায়। বহু মানুষ বিধায়ককে এক নজর দেখতে স্কুলের সামনে জড়ো হন।

Nawsad Siddique Lalgola আরও পড়ুনঃ Lalgola Padma Erosion পদ্মার ভাঙনে বিপর্যস্ত Murshidabad এর তারানগর, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

Nawsad Siddiqui on Ganga Land Erosion ভাঙড়ের বিধায়ক এদিন আরও বলেন, আমি ভাঙড়ের বিধায়ক। কিন্তু আমাকে রাজ্যের বিধায়ক হিসেবে কাজ করতে হচ্ছে। আমি আর কয়েকটা দিন অপেক্ষা করবো। দুমাস ধরে এঁরা আশ্রয়স্থলে আছেন। এখন না কি বিডিও ডাকছেন। ১৩৮ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যদি একটি পরিবারের সঙ্গে অবিচার হয় প্রয়োজনে আমি আইনি লড়াই করবো। সম্পূর্ণ খরচ আমি বহন করবো। শুধু হাইকোর্টে গিয়ে এফিডেভিট করতে হয় তা করবে এঁরা। মাঠে ময়দানে এঁদের হয়ে লড়াই করবো।

Nawsad Siddiqui

আরও পড়ুনঃ Art Exhibition on Erosion: সামশেরগঞ্জ, তারানগর কি সমাজের ভাঙন? সুরাহা? প্রশ্ন ছুঁড়ল শিল্পীর তুলি