এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nashipur Rail Bridge নসীপুর ব্রিজ দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন গৌরী

Published on: December 10, 2025
Nashipur Rail Bridge

Nashipur Rail Bridge মুর্শিদাবাদের নসীপুর  রেল সেতুর উপর দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন বিজেপি বিধায়ক  গৌরী শঙ্কর ঘোষ।  নাসিপুর রেল সেতু হয়ে নতুন ট্রেন ও রুট বাড়ানোর দাবিতে মুর্শিদাবাদের  বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ (  Gouri Sankar Ghosh ) দিল্লিতে নিজে উপস্থিত হয়ে রেল মন্ত্রী  অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন।  তিনি বিস্তারিত দাবিপত্রও রেল মন্ত্রীর কাছে  জমা দেন ।

আরও পড়ুনঃ ২০ বছর পর মিলল ৭ কিলোমিটার রেল লাইন  

গৌরী দাবি জানিয়েছেন, নাসিপুর রেল সেতুর জন্য প্রায় ১১ বছর অপেক্ষা করতে হয়েছে মুর্শিদাবাদের মানুষকে।  নির্মাণ শেষ হওয়ার পর ১১ বছর অপেক্ষার পর  ২০২৪ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী সেতুটির উদ্বোধন করেন। মুর্শিদাবাদের বিধায়কের  দাবি,  বর্তমানে জনস্বার্থে নতুন ট্রেন এবং কিছু রুট বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

Nashipur Rail Bridge কোন কোন ট্রেন চাইলেন বিজেপির বিধায়ক ?

বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ নসিপুর রেল সেতুর উপর দিয়ে   নিম্নলিখিত ট্রেনগুলি দ্রুত চালুর জন্য রেল মন্ত্রকের হস্তক্ষেপ চান—

  • Malda – Sealdah Intercity Express (মালদা – শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস)
  • Haldibari – Kolkata Express (হলদিবাড়ি – কলকাতা এক্সপ্রেস)
  • Barddhaman Junction – Murshidabad Junction বর্ধমান জংশন থেকে মুর্শিদাবাদ জংশনের ট্রেন  (প্রতিদিন সকাল ১০টা নাগাদ)
  • Ranaghat – Malda Town Local Train (রানাঘাট – মালদা টাউন লোকাল)
  • Ranaghat – Rampurhat Local Train (রানাঘাট – রামপুরহাট লোকাল)
  • Murshidabad – Varanasi Express (মুর্শিদাবাদ – বারাণসী এক্সপ্রেস, সাপ্তাহিক বিশেষ)
  • Murshidabad – Chennai Express (মুর্শিদাবাদ – চেন্নাই এক্সপ্রেস, সপ্তাহে একদিন)
  • Guwahati – Sealdah Express (গুয়াহাটি  – শিয়ালদহ এক্সপ্রেস)

Nashipur Rail Bridge এছাড়াও একাধিক ট্রেনের রুট বৃদ্ধির দাবি জানিয়েছেন গৌরী।

03070, 03094, 03078, 03088, 03066—এই পাঁচটি ট্রেন বর্তমানে Rampurhat থেকে Azimganj Junction পর্যন্ত চলে। তিনি অনুরোধ করেছেন, এগুলির রুট Azimganj Junction-এর বদলে Murshidabad Junction পর্যন্ত বাড়ানো হোক। এছাড়াও কবিগুরু এক্সপ্রেস  13027 Azimganj – Kaviguru Express এবং গণদেবতা এক্সপ্রেস  13017 Ganadevta Express—এই দুটি বর্ধমান জংশন  থেকে আজিমগঞ্জ জংশন  পর্যন্ত চলে। এগুলিও মুর্শিদাবাদ জংশন  Murshidabad Junction পর্যন্ত বাড়ানোর দাবি জানান তিনি।

Nashipur Rail Bridge বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানান, “আজ ভারতবর্ষের  রেলমন্ত্রী  শ্রী অশ্বিনী বৈষ্ণবজীর সাথে দিল্লীতে সাক্ষাৎ  করলাম।  নসীপুর হল্ট ষ্টেশন  পুনরায় চালু  করা,মুর্শিদাবাদ  শহরে রেলওয়ে  ওভারব্রীজ নির্মাণ,নসীপুর ব্রীজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কিছু ট্রেনের রুট কে আজিমগঞ্জ  থেকে যাতে মুর্শিদাবাদ  জংশন অবধি এক্সটেনশন করা যায়, ও জেলার আরো রেলের  বিষয় কে কেন্দ্র কে রেলমন্ত্রী কে স্মারক লিপি জমা দিলাম।।”

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now