Nashipur Rail Bridge ২ মার্চ থেকে ৬ আগস্ট। উদ্বোধনের ৫ মাস কেটে গেলেও নশীপুর রেল ব্রিজের (Nashipur Rail Bridge) উপর দিয়ে চলছে না যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের দাবিতে এবার বহরমপুর স্টেশনের বাইরে সভা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির। মালগাড়ি চললেও কেন চলছে না যাত্রীবাহী ট্রেন ? প্রশ্ন ব্যবসায়ী সংগঠনের।
এদিন স্মারকলিপিও পেশ করা হয় রেল আধিকারিকদের কাছে। নশিপুর ব্রিজে যাত্রীবাহী ট্রেন চালানর পাশাপাশি জানানো হয়, দূরপাল্লার ট্রেনের দাবিও। সংগঠনের দাবি, নশীপুর রেল ব্রিজের যাত্রী বাহী ট্রেন চললে জেলার ব্যবসা থেকে পর্যটনে হবে উন্নয়ন। তবে কবে চলবে ট্রেন ? প্রশ্ন জেলাবাসীর।