Nashipur Rail Bridge: ২০২৩ এই ট্রেন চলবে নসিপুর রেল সেতুর উপর দিয়ে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অবশেষে জেলাবাসীর স্বপ্ন পূরণ। রেল চলবে নসিপুর রেল সেতুর উপর দিয়ে। চালু হবে নসিপুর আজিমগঞ্জ শাখার ট্রেন। নতুন বছরে অর্থাৎ ২০২৩ ‘এর শুরুর দিকেই চলবে ট্রেন। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষ জানিয়েছেন, অতি দ্রুত নসীপুর রেলব্রীজের অসমাপ্ত কাজ শুরু হতে চলেছে। নতুন বছরেই চলবে ট্রেন। ১১ আগস্ট পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ অরোরার সাথে সাক্ষাতের পর এই তথ্য জানিয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। গৌরী জানান, কথা হয়েছে রেল দপ্তরের অন্যান্য আধিকারিকদের সাথেও।
মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানান, নভেম্বরেই শুরু হবে কাজ। মার্চ এপ্রিলের মধ্যে ট্রেন চলবে ব্রিজের উপর দিয়ে। আগেই শুরু হতো কাজ। বর্ষার জন্য দেরি হবে। নভেম্বরে কাজ শুরুর অনুমতি মিলেছে রেল দপ্তর থেকেও ।

দীর্ঘদিন জমি জটে আটকে নসিপুর রেল সেতুর কাজ। ২০০৪ সালের ৩০ ডিসেম্বর নসিপুর রেল ব্রিজের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব । সেতু নির্মাণের কাজ শুরু হয় পরে ২০০৬ সালে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, ২০১০ সালের এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হবে। তবে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে চর মহিমাপুর ও মাহিনগর দিয়াড়ে জমি নিয়ে জটিলতা তৈরী হয়। তখন থেকেই আটকে আছে রেল সেতুর নির্মাণের কাজ। তবে বিধায়কের দাবি , জমি জট কেটেছে দ্রুত কাজ শুরু হবে।