NASA astronaut Sunita Williams addresses health concerns জুন মাস থেকে মহাকাশে রয়েছেন সুনীতা উইলিয়ামস। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদী মিশনে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। যখন থেকে সুনীতা এবং তার সহকর্মী মহাকাশচারী ব্যারি বুচ উইলমোর মহাকাশে আটকে পড়েছেন, তখন থেকেই তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। ছবি দেখে তাঁর স্বাস্থ্য এবং ফিরে আসা নিয়ে মানুষের মধ্যে উঁকি দিয়েছে নানান প্রশ্নের। এমনিতেই মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের কোনও শেষ নেই। কারন তার যে ছবি সামনে এসেছিল তাঁতে দেখা যায় রোগা হয়ে গিয়েছেন, গাল বসে গিয়েছে মহাকাশচারীর। এই নিয়ে শুরু হয়েছিল নানান গুজবও। তবে সেই জল্পনায় জল ঢেলে সম্প্রতি তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেট শেয়ার করেছেন সুনীতা নিজেই। সাক্ষাৎকারটি নাসা তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে । আমার মনে হয় আমার শরীরে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আমার ওজন একই । এখানে অনেক পরিবর্তন হচ্ছে। এটা মজার, আমি মনে করি আশেপাশে কিছু গুজব রয়েছে যে আমি ওজন এবং জিনিসপত্র হারাচ্ছি… না,আমি আসলে একই পরিমাণে ঠিক আছি”
NASA astronaut Sunita Williams addresses health concerns ৬ ই জুন স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী আমেরিকান নাশার মহাকাশচারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট ব্যারি উইলমোর। একাধিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন সেখানে। হিলিয়াম লিক হয়েছিল, প্রযুক্তিগত নানা সমস্যা হয়েছিল। স্টারলাইনার স্পেসক্রাফ্ট যেটাতে তারা যাচ্ছিলেন তাতে নানা সমস্যা দেখা গিয়েছিল। ২৪ শে অগস্ট নাসার পক্ষ থেকে বলা হয়েছিল ওই দুই মহাকাশচারীকে এখনই ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। প্রশ্ন উঠেছিল তাদের ফেরা সম্ভব কিনা, তবে স্পেস এক্সে তাদের বাড়ি ফেরাতে গেলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছিল নাসা।