এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Narkel Naru Recipe সেই চেনা নারকেলের নাড়ু বানাবেন কীভাবে ?

Published on: October 1, 2025
Narkel Naru Recipe

Narkel Naru Recipe বাংলার ঘরে ঘরে উৎসব মানেই খাওয়াদাওয়া আর মিষ্টির আয়োজন। পিঠে, পুলি, মোয়া কিংবা নাড়ু—এসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির শিকড়, ঐতিহ্য আর স্মৃতির ভাণ্ডার। এর মধ্যে নারকেলের নাড়ু বিশেষভাবে জনপ্রিয়। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো Lakshmi Puja থেকে শুরু করে ভাইফোঁটা—প্রায় সব উৎসবেই নারকেলের Coconut নাড়ু অপরিহার্য হয়ে ওঠে। শুধু উৎসব নয়, অনেক বাড়িতেই অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনে এই দেশজ মিষ্টি তৈরি করা হয়।

Narkel Naru Recipe নারকেলের নাড়ু বানাতে গেলে প্রথমেই প্রয়োজন টাটকা নারকেল। মাঝারি শক্ত খোলার নারকেল ব্যবহার করলে স্বাদ সবচেয়ে ভালো হয়। প্রথমে নারকেল ভালো করে কুড়ে  নিতে হয়। কোড়া  নারকেল খুব শুকনো হলে বা বেশি ভিজে থাকলে নাড়ুর গুণগত মান নষ্ট হয়। এরপর মিষ্টির স্বাদ অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করা হয়। গ্রামের দিকে এখনো গুড়ের নাড়ুই বেশি জনপ্রিয়, কারণ গুড়ের গন্ধ ও ঘনত্ব নাড়ুকে এক আলাদা মাত্রা দেয়।

Narkel Naru Recipe নাড়ু তৈরির প্রক্রিয়াটিও কম মজার নয়।

একটি কড়াইতে গুড় গলিয়ে নিতে হয়। গলিত গুড়ের মধ্যে কুরোনো নারকেল দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হয়। আঁচের তেজ ও নাড়ার কৌশলই আসল ব্যাপার। একসময় দেখা যায়, মিশ্রণ কড়াই ছাড়তে শুরু করেছে—তখনই বুঝতে হবে মিশ্রণটি তৈরি। গরম গরম অবস্থাতেই হাতে মেখে ছোট ছোট গোল আকার দিয়ে ফেলতে হয়। ঠান্ডা হয়ে গেলে সেটি শক্ত হয়ে দাঁড়িয়ে যায় পরিচিত নারকেলের নাড়ু হয়ে।

হরমপুরের সৈদাবাদের  বাসিন্দা ৭২ বছরের বিমলা দাস  হাসিমুখে স্মৃতিচারণ করে বললেন, “আমাদের ছোটবেলায় মা যখন নাড়ু বানাতেন, আমরা ভাইবোনেরা কড়াই ঘিরে বসতাম। কে আগে গরম নাড়ু পাবে, তা নিয়ে চলত হইচই। সেই স্বাদ আজও ভুলতে পারিনি। এখনো দুর্গাপুজো বা কালীপুজোয় আমি নাতি-নাতনিদের জন্য নাড়ু বানাই। দোকান থেকে যত মিষ্টি আনা হোক, ঘরে বানানো নাড়ুর স্বাদ একেবারেই আলাদা।”

আসলে ঘরে তৈরি নাড়ুর মধ্যে থাকে অন্যরকম আবেগ। একদিকে যেমন পারিবারিক মিলন ঘটে, তেমনি রান্নাঘরে ছোট-বড় সকলে মিলে নাড়ু গড়ার আনন্দ এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। বর্তমানে সময়ের অভাবে অনেকেই দোকান থেকে নাড়ু কিনে আনেন। তবে প্রবীণ গৃহিণীরা বলছেন, বাজারের মিষ্টিতে ভেজাল, রং বা সংরক্ষক থাকার আশঙ্কা থেকেই যায়। ঘরে বানানো নাড়ুতে সেই ভয় নেই, বরং খাঁটি নারকেল আর গুড়ের স্বাদ স্বাভাবিকভাবেই বেশি স্বাস্থ্যকর।

Narkel Naru Recipe শুধু স্বাদ বা ঐতিহ্য নয়, নারকেলের নাড়ু পুষ্টিতেও ভরপুর। নারকেলে থাকে প্রাকৃতিক তেল, খনিজ আর ভিটামিন। গুড় হজমশক্তি বাড়ায়, রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। ফলে উৎসবের আনন্দের সঙ্গে শরীরের পক্ষেও এটি উপকারী এক মিষ্টি। আজকের দিনে আধুনিক রান্নাঘরে বিভিন্ন রকম পরিবর্তিত রেসিপি দেখা যায়। কেউ নারকেলের নাড়ুর মধ্যে এলাচগুঁড়ো, কাজুবাদাম বা কিশমিশ মিশিয়ে দেন বাড়তি স্বাদের জন্য। আবার অনেকেই সাদা চিনির বদলে ব্রাউন সুগার ব্যবহার করছেন। তবে যাই হোক না কেন, আসল নারকেলের নাড়ুর স্বাদ সেই ঘরোয়া রান্নাতেই সবচেয়ে খাঁটি রূপে ধরা দেয়।

Narkel Naru Recipe সব মিলিয়ে বলা যায়, নারকেলের নাড়ু শুধু একটি মিষ্টি নয়, এটি বাঙালির ঘরোয়া জীবনের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মিষ্টি স্মৃতি ও আনন্দের সেতুবন্ধন গড়ে তুলেছে, নারকেলের নাড়ু তার অন্যতম প্রতীক। তাই আজও যখন উৎসবের টেবিলে নারকেলের নাড়ু দেখা যায়, তখন মনে হয়—বাংলার শিকড়ের স্বাদ এখনও অটুট।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now