Narendra Modi দুর্গাপুরে সভা থেকে Murshidabad প্রসঙ্গে কী বললেন নরেন্দ্র মোদী?

Published By: Imagine Desk | Published On:

Narendra Modi   ২১ শে জুলাইয়ের মেগা প্রস্তুতি চলছে তৃণমূলের। এর মাঝেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহশেষে জমজমাট মেগা  ইভেন্ট বঙ্গ রাজনীতিতে। শুক্রবার দুর্গাপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভায় তাঁর মুখে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ উঠে এল। তাঁর কটাক্ষ “মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে”। দুর্গাপুরের সভা থেকে শাসক তৃণমূলকে আক্রমণ করেন মোদী। শুক্রবার সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা।”

Narendra Modi  দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রীর মুখে ‘Murshidabad’ প্রসঙ্গ

Narendra Modi মোদী আরও বলেন, ” প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়। সামশেরগঞ্জে দাঙ্গা হয়েছে। সেখানে পুলিশ এক তরফা তদন্ত করে। কোন উদ্যোগপতি কীভাবে এখানে বিনিয়োগ করবে। এখানকার সরকার যেখানে দোকান ও মানুষের সুরক্ষা দিতে পারে না সেখানে উদ্যোগপতিদের কীভাবে সুরক্ষা দেবে। এ রাজ্যে সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। বাংলার বিনিয়োগকে রুখে দেন তৃণমূলের গুন্ডারা।”

Narendra Modi  পশ্চিমবঙ্গ সফরে  PM Modi-র নিশানায় তৃণমূল। মোদীর খোঁচায় পাল্টা সমালোচনায় সরব তৃণমূলও। ২৬ এর বিধানসভা ভোটের আগে অভিযোগ- পাল্টা অভিযোগে রাজনৈতিক মহলে তুঙ্গে চাপানউতোর।