এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nabagram News: নবগ্রামে বর্বরতা, গাছে বেঁধে রাখা হল যুবককে !

Published on: August 7, 2022
nabagram

শুভরাজ সরকারঃ নবগ্রামঃ ফের বর্বরতার ছবি উঠে এল নবগ্রামে। গাছে বেঁধে রাখা হল এক যুবককে। যুবকের পরিবারের দাবি, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। নবগ্রামের পলসন্ডা গ্রামে রবিবার সকালে এক বাড়িতে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা যায়। অভিযোগ ওঠে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে । সন্দেহের বশে তাকে গাছে বেধে রাখা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে ওই যুবক । আগুন নেভানোর পর যুবককে ধরে গাছে বেঁধে রাখেন গ্রামের কয়েকজন । গ্রামবাসী দয়াল মণ্ডল বলেন, খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়ে ছুটে পালিয়েছিল ওই যুবক। মাঠের দিকে পালিয়ে গিয়েছিল।আমরা থানার হাতে তুলে দিয়েছি ওই যুবককে।
এদিন বেশকিছুক্ষণ গাছে বেঁধে রাখা হয় ওই যুবককে। পরে পুলিশ এসে উদ্ধার করে ওই যুবককে। যুবকের বাবা অচিন মণ্ডল বলেন, আমি সেই সময় বাড়িতে ছিলাম না। ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। এক বছর ধরে চিকিৎসা চলছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now