এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

তৃণমূলের মিছিল ফেরতরাই পিটিয়ে মারল ! নবগ্রামে অভিযোগ পরিবারের

Published on: February 5, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  নবগ্রামে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূলের দিকে উঠল অভিযোগ। সামান্য হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা। আর সেই বচসার জেরেই ১৯ বছরের তরজা এক যুবককে পিটিয়ে খুন করা হল মুর্শিদাবাদের নবগ্রামে। মৃত তারক ঘোষ নবগ্রামের জারুলিয়া গ্রামের বাসিন্দা । এদিন বিকেলে নবগ্রামের দিক থেকে ক্রিকেট ম্যাচের শেষে বাইকে পলসন্ডায় ফিরছিলেন একদল যুবক । সেই সময় নবগ্রাম কৃষক বাজারের কাছে বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা হয় দুই গোষ্ঠীর । এর পরেই নবগ্রামের পলসন্ডার মোড়ে মারধর করা হয় ওই যুবককে । ঘটনাস্থল থেকে উদ্ধার করে পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ওই যুবককে কাঠের বাঁট দিয়ে পেটানো হয় বলে অভিযোগ ।
এদিন নিহত যুবকের আত্মীয় পলাশ ঘোষ অভিযোগ করেন, কিষাণ মান্ডির কাছে ঘটনা ঘটে। তৃণমূলের মিটিং থেকে ফিরছিলেন অনেকে। এই সময় হর্ন দিয়েছিল ছেলেরা। খেলায় জেতায় হিপহিপ হুররে স্লোগানও দেয়। তখনই বচসা হয়। থামানো হয় ঝামেলা। পরে পলসন্ডা মোড়ে ওঁত পেতেছিল আততায়ীরা। সেই সময়েই তারক ঘোষকে মারধর করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now