শুভরাজ সরকারঃ নবগ্রামঃ এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য মুর্শিদাবাদের নবগ্রামের মাঝিগ্রামে। মৃত যুবকের নাম প্রতাপ মন্ডল। যুবকের পরিবারের দাবি শুক্রবার প্রেমিকার বাড়ি ফিরে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক । পরিবারের তরফে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের । অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত হয় মৃতদেহের । যুবকের পরিবার এর দাবি, পাড়ার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রতাপের । বিয়ের কথাও হচ্ছিল । বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল দুইজনে। দুই পরিবারের ঝামেলা গড়ায় কোর্ট পর্যন্ত। গ্রামবাসীদের একাংশের দাবি, সম্পর্কে আপত্তি ছিল মেয়ের পরিবারের। প্রতাপের বাবা দুলাল মণ্ডলের দাবি, সেই মেয়েটির বাড়ি গিয়েই কিছু ঘটনা ঘটেছে । অভিযোগ বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে প্রতাপকে।
দুলাল মণ্ডল বলেন, বাড়ি ফিরেই ছটফট করছিল ছেলে, বলছিল বুক পেট জ্বলে যাচ্ছে।
এই অভিযোগে নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছে যুবকের । যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তদের প্রত্যেকেই গা ঢাকা দিয়েছে বলেই মৃতের পরিবার সূত্রে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Nabagram News: প্রেমিকার বাড়ি থেকে ফিরেই ছটফট করছিল ছেলে, রাস্তাতেই সব শেষ
Published on: July 30, 2022















