মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রবিবার ছুটির দিনে কাটা হচ্ছিল স্কুলের গাছের ডাল। সেই ডাল কাটতে গিয়েই ঘটল চরম বিপত্তি। গাছের ডাল ভেঙে পড়ল স্কুলের গেটের সানসেটে। সেই চাঙড় ভেঙে মৃত্যু হল এক মহিলার। রবিবার সকাল ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে নবগ্রামে। ওই ব্লকের কল্যাণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে কাটা হচ্ছিল গাছের ডাল । সেই ডাল ভেঙে পড়ে স্কুলের গেটে। হুড়মুড়িয়ে ভেঙে যায় স্কুল গেটের সানসেট । ভেঙে পড়া গেটের একাংশ চাপা পড়ে মৃত্যু হয়েছে নমিতা মার্জিত নামের এক মহিলার । আহত হয়েছেন স্থানীয় আরও এক বাসিন্দা। আঘাত গুরুতর হওয়ায় আহত পূর্নিমা মার্জিতকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নবগ্রামে স্কুলের গাছ কাটতে গিয়ে এ কী কান্ড ! প্রাণ গেল মহিলার
Published By: Madhyabanga News |
Published On:
