এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nabagram News: রাতে বিকট শব্দ, কী ঘটনা TMC কর্মীর বাড়িতে ? Murshidabad Nabagram Incident

Published on: July 19, 2022
Nabagram TMC Leader House

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সোমবার মাঝরাতে এক তৃণমূল কংগ্রেস TMC কর্মীর বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রাম Nabagram থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের Narayanpur Gram Panchyet বিছুটি গ্রামে Bichuti । স্থানীয় তৃণমূল অঞ্চল কমিটির সদস্য কন্ট্ল ঘোষ দাবি করেন, বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকাই রাত ১২ টা ৪০ নাগাদ বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় । বুঝতে পারেন, তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছে । যদিও এর পেছনে কারণ কী ? কারা ঘটিয়েছে এই ঘটনা? তা নিয়ে সরাসরি কোন অভিযোগ তিনি করেন নি।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়ির দেওয়ালে বোমা বিস্ফোরনের দাগ স্পষ্ট। সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ। এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রতিবেশী সিধু প্রধান জানান, এই রকম ঘটনা আগে এলাকায় কখনও ঘটেনি। ওই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছোঁড়ার পর রাস্তাতেও বোমা ফাটানো হয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও । নারায়ণপুর অঞ্চল তৃণমূল সভাপতি অবশ্য মিঠু ঘোষ এই ঘটনায় বিরোধীদের চক্রান্ত রয়েছে বলেই অভিযোগ করেন। যদিও অভিযোগ উড়িয়ে এই ঘটনা পাল্টা গোষ্ঠী দ্বন্দ্বের জের বলেই দাবি স্থানীয় বিজেপি ও সিপিআইএম নেতৃত্বের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now