Nabagram News নবগ্রামে জাতীয় সড়কে পরপর গাড়িতে ধাক্কা ! আহত বহু

Published By: Imagine Desk | Published On:

Nabagram News নবগ্রামের সুখি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রন হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা ছোট চার চাকা গাড়ির। এতেই গুরুতর আহত হলেন ৭ জন। এর মধ্যে ঘাতক গাড়ির চারজন রয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে একটি চার চাকা গাড়ি মোড়গ্রাম থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সুখি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে আসা অপর চার চাকা গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে এবং পিছনে থেকে আরও একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে। এতেই গুরুতর আহত হন ঘাতক গাড়িতে থাকা চারজন এবং অন্য গাড়িতে থাকা আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়।

 

Nabagram News ক্ষতিগ্রস্ত গাড়ি চালক সাইদুল সেখ জানান, বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে পেসেন্ট দেখিয়ে আসছিলাম। চার চাকা প্রাইভেট গাড়িতে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থেকে ধাক্কা মারে। গাড়িতে থাকা তিনজন আহত হন। যদিও গাড়িতে ধাক্কা পেসেন্ট রক্ষা পেয়েছেন।

Nabagram News স্থানীয় বাসিন্দা রফিক সেখ জানান, রাস্তায় একটি লেনে নো-এন্ট্রি থাকায় একই লেন দিয়ে দুদিকে গাড়ি চলছিল তাঁর জেতেই এই দুর্ঘটনা।