শুভরাজ সরকারঃ মাথায় ঋণের বোঝা। অন্যদিকে বেলাগাম জীবন যাপন। প্রতিদিনই মদ্যপানের অভ্যাস । মানসিক চাপে আত্মঘাতী হলেন নবগ্রামের সুখেন হালদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাথার ওপর ঋণ পরিশোধের বোঝা, সাথে নেশার আসক্তি। দুইয়ের জেরে মর্মান্তিক পরিণতি হল ঐ ব্যক্তির । মানসিক অবসাদের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নবগ্রাম থানার অন্তর্গত পাঁচগ্রাম মহালদা পাড়ার বাসিন্দা সুখেন হালদার । বৃহস্পতিবার সন্ধ্যেয় বিড়ি বাঁধছিলেন স্ত্রী। তার মাঝেই ঘর ফাঁকা পেয়ে এই কান্ড ঘটান ওই ব্যক্তি।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের স্ত্রী জানান, ঋণ বেড়ে যাওয়ার মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।