এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Nabadwip Gauranga Setu: নবদ্বীপে গৌরাঙ্গ সেতু বন্ধ, কবে থেকে জানুন

Published on: November 13, 2025
Nadia Gauranga Setu Closed

Nabadwip Gauranga Setu যান চলাচল বন্ধ থাকবে কৃষ্ণনগর ও নবদ্বীপের Nabadwip মধ্যে সংযোগ রক্ষা করা গৌরাঙ্গ সেতুতে Gauranga Setu।  বিভিন্ন জায়গায় ভগ্নদশা। তাই সংস্কার ও মেরামতির কাজের জন্যে এই পদক্ষেপ। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টানা ৪৫ দিন যান চলাচল কখন সম্পূর্ণ, কখন আংশিক বন্ধ থাকবে গৌরাঙ্গ সেতুতে জানিয়ে দেওয়া হয়েছে। ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কখন কতটা সময় কীভাবে যান নিয়ন্ত্রণ হবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ Oman Labours Return: ওমানের ১১ শ্রমিক ফিরছেন, দুবাইয়ে আটকে ১১

Nabadwip Gauranga Setu তাতে বলা হয়েছে, ১৫ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১৬ নভেম্বর সকাল ৬ টা, আবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১৭ নভেম্বর সকাল ৬ টা পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ২৭ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬ টা পর্যন্ত যান চলাচল বন্ধ । আট ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৬ টা, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৬ টা, ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬ টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। পূর্ত দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nabadwip Gauranga Setu এই সেতু পূর্ব বর্ধমনের কালনা, পশ্চিম বর্ধমান, হুগলি জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ। ফলে যাতায়াতে সমস্যা বাড়ার আশঙ্কা। বহরমপুরের Berhampore উপর দিয়ে যেসব গাড়ি যায় মালদা, শিলিগুড়ি সেসব গাড়িতে প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গ পরিবহণে প্রভাব পড়তে পারে। বিশেষ করে সামনেই বছর শেষের মাস। ওই সময়টা পর্যটনের মরশুম। এর ফলে নবদ্বীপ ধামে যাওয়া পর্যটকের ভোগান্তি বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ওই সময় সেতুকে এড়ানোর জন্যে বিকল্প রুট ভাবা হচ্ছে বলে দাবি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now