সিএবির মেয়েদের টুর্নামেন্টে হার মুর্শিদাবাদের, অন্য ম্যাচে জয় নদিয়ার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সিএবি একাদশকে হারালেও মঙ্গলবার হাওড়ার মুখোমুখি হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুর্শিদাবাদের মেয়েরা। সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র মহিলাদের টি-২০ টুর্নামেন্ট শুরু হয়েছে চলতি মাসের ২০তারিখ থেকে। মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ স্টেডিয়ামে হাওড়া ডিএসএর মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ ডিএসএ।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাওড়ার মেয়েরা। তারা নির্ধারিত ২০ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১২২ রান তোলে। ১২৩ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভার দু বলে সব উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান তোলে মুর্শিদাবাদের মেয়েরা। ভাঙনের মুখে শেষ পর্যন্ত হাল ধরে ছিলেন ক্যাপ্টেন রিয়া দাস। ৬১ মিনিট ক্রিজে পরে থেকে শেষ পর্যন্ত  দলের সর্বোচ্চ ৩৪ (নট আউট) রান তোলেন। এদিন তাঁকে যোগ্য সহায়তা দিতে পারেননি দলের  কেউই। হাওড়া একাদশের বোলিংয়ের সামনে খড়কুটোর মতো  উড়ে যান তানিয়া দাস, পারমিতা রায়রা। অন্যদিকে বল হাতে হাওড়ার মেয়েরা প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। চার ওভার বল করে ১৬ রান দিয়ে বিপক্ষ দলের তিন উইকেট একাই ছিনিয়ে নেন হাওড়ার অরিক্তা মান্না। এদিন বিচারকরা তাকেই দিনের সেরা খেলোয়াড় বেছে নেন। ওই একই টুর্নামেন্টে নদিয়া ডিএসএ-র মেয়েরা, চন্দননগর এসএকের মেয়েদের দশ উইকেটে হারিয়ে দেয়। বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪১ রান তোলে চন্দননগর এস এ। ৪২ রানের লক্ষ্যে নেমে ৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নদিয়ার মেয়েরা। ওই খেলায় প্লেয়ার অব দা ম্যাচ হয়েছেন নদিয়ার ঝুমিয়া খাতুন। তিন ওভার বল করে ৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।