অজনা ইতিহাসের সন্ধানে ? রহস্যময় ভগীরথপুর অপেক্ষা করছে আপনার জন্য Domkal Bhagirathpur- Zamirdar Bari

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  মুর্শিদাবাদ জেলার ইতিহাসে  অন্যতম চর্চিত স্থান ডোমকলের ভগীরথপুর।  অনেকেই বলেন,  ভগীরথপুরে যে বৈভব রয়েছে তা আর অন্য কোথাও নেই | এই ঐতিহ্যবাহী গ্রামের ইতিহাস আজ বিলুপ্তর পথে | পড়ে থাকা ভাঙা জমিদার বাড়ি যেন অপেক্ষা করছে কখন সে ধূলিসাৎ হবে,আক্ষেপ করে বলছেন এলাকার বয়স্ক মানুষরা | অনেকেই দাবি করেন ভগীরথপুর আজও একটা বিরাট পর্যটন কেন্দ্র |

ইতিহাস বুকে নিয়ে টিকে থাকা । ভগীরথপুর। ডোমকল।

তবে এই অজানা পর্যটনকেন্দ্রের ইতিহাস কী ? জানা যায় সুবেদার ইসলাম খাঁন যখন প্রতাপাদিত্যের বিরুদ্ধে সেনাপতি মির্জানাথনের বাহিনীকে স্থল ও জলপথে প্রেরণ করেন তখন সঙ্গে পাটনাস্থিত (বিহার)শাহু ব্যবসায়ীদের একটি দল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং যুদ্ধের উপযোগী অন্যান্য সরঞ্জাম সহ পৃথক ভাবে কয়েকটি বজরাযোগে এই বাহিনীর অনুসারী হয় । এই দলের নেতা ছিলেন ভগীরথ শাহু ।অনেকে বলেন এই ভগীরথ শাহুর নাম অনুসারেই এই নগরের নাম ভগীরথপুর | ভগীরথপুরের পাশ দিয়েই বয়ে চলেছে ‘ভৈরব নদী’ |আরও জানা যায় ভগীরথ শাহুর খাদ্য সরবরাহকারী দল ভৈরব নদীর কয়েকটি বাঁক পেরোনোর পরে এই জনপদে এসে পৌঁছায় | এখানকার প্রকৃতিকে ভালোবেসে কিছু মানুষ এখানে থেকে যান | পরবর্তীতে ব্যবসা শুরু করেন | ধীরে ধীরে নগরের বিস্তার ঘটে | সঠিক ভাবে কেউ বলতে পারেন না কে এই নগরের পত্তন করেছিলেন |

তবে ভগীরথপুর বাসীর কাছে তাঁদের গ্রাম ভীষণ আবেগে জায়গা | তাঁরা চায় এই ভগীরথপুর এর ইতিহাস সকলের সামনে আসুক | গ্রামবাসিদের অনেকে এটাও বলছেন মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলের পর এই অঞ্চলেই সব চেয়ে বেশি পুরোনো বাড়ি রয়েছে |অনেকে এই পুরোনো বাড়ি নিয়ে অনেক গল্প শোনান | কেউ বলেন  এইসব বাড়িতে রঅশরীরি আত্মার’  বাস , আবার কেউ বলে ঐ বাড়ি ‘অভিশাপ’  |

পুরোনো রাস্তা। ডোমকলের ভগীরথপুর

যদিও এরম কথা মানতে নারাজ স্থানীয়রা | পুরোনো বাড়ি গুলোর যে অংশগুলো একটু ঠিক রয়েছে সেখানে এখনো অনেকেই বসবাস করেন |

তবে আর দেরি কেন এই অজানা ইতিহাস এর গন্ধ মাখতে আপনিও ঘুরে আসতে পারেন এই ভগীরথপুর গ্রাম থেকে |

ইতিহাসের সাক্ষী । ভগীরথপুর। ডোমকল

কীভাবে যাবেন  ভগীরথপুর? বহরমপুর থেকে ডোমকলগামী যেকোনো বাস ধরে নামতে হবে ডোমকল বিডিও মোড়ে | তারপর ওখান থেকে একটা টোটো ভাড়া করে নিন | বাকিটা ঘুরে দেখানোর দায়িত্ব টোটোচালকেরই  |আর ইতিহাসের পাতা উল্টে তাঁর রহস্য উন্মোচনের দায়িত্ব আপনার |