এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad ZP “চোর জেলা পরিষদ” , ইস্তফা তৃণমূলের শাহনাজ বেগমের

Published on: December 18, 2025
Murshidabad ZP

Murshidabad ZP “চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়”, সোস্যাল মিডিয়ায় এই কথা লিখে ইস্তফার ঘোষণা তৃণমূলের জেলা পরিষদ Murshidabad Zilla Parishad সদস্য শাহনাজ বেগমের। বৃহস্পতিবার শাহনাজ বেগম সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ” আমি ১৭ ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়েছি। সোমপাড়া -১, সোমপাড়া -২, রামপাড়া -১ এবং রামনগর বাছড়ার মানুষ ২০১৩ সাল থেকে একই আসনে পরপর তিনবার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে।”

Murshidabad ZP কী দাবি করেছেন শাহনাজ বেগম ? 

তিনি আরও দাবি করেছেন , ” চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও আমি পদত্যাগ করেছিলাম।জীবনে কখনো কোন অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি, আগামীতেও করবো না”।

Murshidabad ZP  এর আগে মুখ্যমন্ত্রীর জেলা সফরের সময়েও সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তিনি। এক সময় জেলা পরিষদের সহকারী সভাধিপতিও ছিলেন শাহনাজ। ছিলেন জেলা মহিলা সভানেত্রী। কংগ্রেসের জেলা পরিষদ দখল করে তৃণমূল। সেই সময় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এইন শাহনাজ। তবে বর্তমানে জেলা পরিষদের হাল হাকিকত নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ তিনি। তাঁর দাবি,  জেলা পরিষদের অনিয়ম- বেনিয়ম নিয়ে একাধিকবার দল ও  প্রশাসনকে বলেছেন। লিখিতভাব জানিয়েছনে মুখ্যমন্ত্রীর দপ্তরেও। তাঁর আশঙ্কা, সেই অভিযোগ মুখ্যমন্ত্রী অবধি পৌঁছায় নি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরেও মাঝে জেলা পরিষদ নিয়ে বিড়ম্বনায় তৃণমূল

Murshidabad ZP  এর আগে তিনি লিখেছিলেন, “তিনি লিখেছেন, “ বর্তমান অর্থ-বর্ষে মাত্র একটি অর্থ উন্নয়ন স্থায়ী সমিতির সভা হয়েছে এবং একটি জেনারেল বডির সভা হয়েছে। বাকি স্থায়ী সমিতি গুলোর অবস্থা আরো করুন। প্রশ্ন হল অর্থের মিটিং না করে জেনারেল বডির অনুমোদন ছাড়া কিভাবে জেলা পরিষদ উন্নয়ন করতে পারবে? দিদি আমাকে বিশ্বাস করতে হবে না। জেলা পরিষদ সম্পর্কে রিপোর্ট চাইলেই আরো বেশি সত্য জানতে পারবেন” । এবার ঘোষণা করলেন ইস্তফার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now