Murshidabad Zilla Parishad ঐতিহাসিক মুর্শিদাবাদ, পর্যটনের মুর্শিদাবাদ, মেধাতেও মুর্শিদাবাদ। রাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে সৈয়দ মুস্তফা সিরাজ, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী থেকে শরচ্চন্দ্র পণ্ডিতের জেলা এই মুর্শিদাবাদ। ইতিহাসের ধারা বহন করেই এগিয়ে চলেছে। মেধায় জয়জয়কার অব্যাহত। রাজ্যস্তর হোক বা রাষ্ট্র স্তরের বিভিন্ন বোর্ডের পরীক্ষা, ডাক্তারি হোক বা সিভিল সার্ভিস, IIT, ISRO, WBCS , বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ক্রীড়ার আঙিনা- মুর্শিদাবাদ জেলার প্রতিভার বিকাশ আজ সর্বত্র। সারা রাজ্যে কার্যত আলোড়ন ফেলে দিয়েছে মুর্শিদাবাদ। আলোড়ন সৃষ্টিকারী সেই নক্ষত্রদের এক মঞ্চে এনে এগিয়ে চলার বার্তা। মুর্শিদাবাদের মুখ উজ্জ্বলকারী কৃতী সন্তানদের স্বীকৃতি ও সম্মান জানানোর একটি বিশেষ প্রয়াস মুর্শিদাবাদ জেলা পরিষদের। শনিবার জেলা পরিষদের রবীন্দ্র নজরুল সভাকক্ষে হল সংবর্ধনা অনুষ্ঠান। এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল ‘মেধায় মুর্শিদাবাদ’।

Murshidabad Zilla Parishad এদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, সিবিএসই (১০), ( ১২), আইসিএসই ( ১০), আইএসসি, NEET, WBCS, JEE Advance, ISRO য় কৃতীদের ছাড়াও ক্রীড়া ক্ষেত্রে ক্যারাটে, যোগাসনে দক্ষদের সংবর্ধনা জানানো হয়।কৃতীদের উৎসাহ জোগাতে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সামসুর রহমান, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান,এক ঝাঁক বিধায়ক থেকে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, প্রশাসনিক কর্মকর্তা থেকে শিক্ষাবিদ, শিক্ষানুরাগীরা। পরামর্শ দিলেন। দিলেন বার্তাও। কৃতীদের উদ্দ্যেশ্যে এদিন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, ‘ কোন একটা শিকলে অনেকগুলো লিংক থাকে। অনেকগুলো লিংক জুড়ে জুড়ে একটা শিকল হয়। একটা উইক লিংক থাকলেই শিকল টা ভেঙে যাবে। Never to be that weak link, আপনারা জুড়ে জুড়ে একটা দেশ তৈরি হয়। যে যত দুর্বল হবে সেই জায়গাটা থেকেই শিকলটা ভেঙে যাবে। দেশকে গড়ার জন্যে যে মানসিকতা, শ্রম দিতে হবে সেটা থেকে কখনো পিছিয়ে আসবেন না।’
Murshidabad Zilla Parishad সংবর্ধনা মঞ্চ থেকেই বোঝানো হল কেন মেধায় মুর্শিদাবাদের আয়োজন। অতিরিক্ত জেলা শাসক ( জেলা পরিষদ) সামসুর রহমান বলেন, ‘ এই জেলার কৃতী ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় উৎকর্ষের ছাপ রেখেছে। জেলা বা জেলার বাইরে হয়তো সেই খবর ছড়িয়ে যায়নি। জেলা পরিষদের আজকের উদ্যোগের এটা অন্যতম কারণ।’ শিক্ষার হার বাড়ছে মুর্শিদাবাদে। সাফল্যের সংখ্যা ক্রমবর্ধমান। আর পিছিয়ে জেলার তকমা নয়, মেধার মাধ্যমে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয় সংবর্ধনা মঞ্চ থেকেই। একই সাথে মানবিকতাবোধকেও বাঁচিয়ে রাখার বার্তা দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।
Murshidabad Zilla Parishad সাংসদ থেকে বিধায়ক, জেলা পরিষদের উদ্যোগকে সাধুবাদ জানান জন প্রতিনিধিরা। মুর্শিদাবাদের গর্ব, কৃতিদের শুভেচ্ছার সাথেই দেওয়া হয় বিশেষ বার্তা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ‘ সব সময় চাই আমাদের জেলা এগিয়ে যাক। যারা ভালো রেজাল্ট করে আজ এই জায়গায় এসেছেন তাদের কাছে সমাজ অনেক আশা করে,সেই আশা নিশ্চয়ই তারা রাখবেন।’ মুর্শিদাবাদের নাম গোটা বিশ্বে হোক সমাদৃত। ‘মেধায় মুর্শিদাবাদ’ নিয়ে আশাবাদী প্রশাসনিক কর্মকর্তা থেকে জনপ্রতিনিধিরা।