Murshidabad Zilla Parishad Initiative সাড়ে ৫ কোটির মার্কেট কমপ্লেক্স হবে কান্দিতে! হল নির্মাণকাজের সূচনা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Zilla Parishad Initiative মুর্শিদাবাদ জেলা পরিষদের কয়েকশো কোটির বাজেট পেশ হয়েছে বুধবার। এরই মধ্যে নতুন উদ্যোগের ভাবনা কান্দিতে! প্রায় ৫ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে কান্দিতে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স Market Complex! বৃহস্পতিবার কান্দির ডাকবাংলো মার্কেট কমপ্লেক্সের নির্মাণকাজের সূচনা হয়ে গেল আনুষ্ঠানিক ভাবে।

Murshidabad Zilla Parishad Initiative মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুল রহমান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ অন্যান্য কর্তাব্যক্তিদের উপস্থিতিতে হল নির্মাণ কাজের সূচনা।

Murshidabad Zilla Parishad Initiative  হঠাৎ মার্কেট কমপ্লেক্স কেন? কী বললেন সভাধিপতি? কত দিনের মধ্যে শেষ হবে কাজ?

Murshidabad Zilla Parishad Initiative মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ” মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর থাকবে। বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হবে এলাকার বেকার যুবক, যুবতীদের। ব্যবসার ক্ষেত্রে দোকান ঘর নিতে পারবেন।” তিনি আরও বলেন, ” নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৬ মাস থেকে এক বছরের মধ্যেই শেষ হবে মার্কেট কমপ্লেক্সের কাজ। মুর্শিদাবাদ জেলা পরিষদ Murshidabad Zilla Parishad কর্তৃপক্ষের সাথেই তত্ত্বাবধানে থাকবেন স্থানীয় নেতৃত্ব।” এলাকার বেকারদের কর্মসংস্থানে জোর দিয়েই এই পরিকল্পনা বলে জানান সভাধিপতি। মার্কেট কমপ্লেক্স তৈরি হতে চলায় উচ্ছ্বসিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিধায়ক তহবিল থেকে লক্ষাধিক টাকা এবং জায়গা দেওয়ার আশ্বাস কান্দির বিধায়ক অপূর্ব সরকারের।