এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলা পরিষদের চূড়ান্ত বাজেটে অর্থ বরাদ্দ বাড়ল ২০ শতাংশ

Published on: March 5, 2025
Murshidabad Zilla Parishad

Murshidabad Zilla Parishad দীর্ঘ ১৪ মাস পর মুর্শিদাবাদ জেলা পরিষদে হল সাধারণ সভা। একই সাথে হল জেলা পরিষদের চূড়ান্ত বাজেট বৈঠক। কিন্তু বিরোধীরা বলছে- সভা শেষ হয়েও হল না। জেলার উন্নয়নে একাধিক বিষয় থেকে গেল অধরাই! অভিযোগ বিস্তর।

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে বিরোধী দল। অভিযোগ- পাল্টা অভিযোগের মাঝেই এর আগে পেশ হয়েছে খসড়া বাজেট। এদিন জেলা পরিষদের সভাগৃহে মুর্শিদাবাদ জেলা পরিষদের ২০২৫-২৬ আর্থিক বছরের চূড়ান্ত বাজেট বৈঠক হয়। এই চূড়ান্ত বাজেট ৭৪৭ কোটির। জেলা পরিষদ সভাধিপতির দাবি চূড়ান্ত বাজেটে অর্থ বরাদ্দ বেড়েছে ২০ শতাংশ।

Murshidabad Zilla Parishad কোন খাতে কত বরাদ্দ?

Murshidabad Zilla Parishad অর্থ, উন্নয়ন পরিকল্পনায়- ১৬৭ কোটি, পূর্ত পরিবহনে- ৩৬৪ কোটি, সমবায়ে ২০ কোটি, শিক্ষা- সংস্কৃতি- তথ্যতে ৩৪ কোটি, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতিতে ১১৪ কোটি, ক্ষুদ্র শিল্পতে- ১৩ কোটি, মৎসতে ৭ কোটি, শিশু ও নারী সমিতিতে ২৩ কোটি, খাদ্য সরবরাহে ২৭ কোটি, বনভূমিতে আড়াই কোটি বরাদ্দ।

Murshidabad Zilla Parishad  কী বললেন সভাধিপতি?

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ‘ বাজেট খুব সুন্দরভাবে সম্পন্ন হল। চূড়ান্ত বাজেটে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক কর্তা, সাংসদ, জেলা সভাপতি, বিধায়কেরা, জেলা পরিষদ সদস্যরা, ব্লকের সভাপতিরা। চূড়ান্ত বাজেট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল। সকলেই সমর্থন করেছেন এই বাজেটকে।’

Murshidabad Zilla Parishad কী দাবি বিরোধী দল কংগ্রেসের?

Murshidabad Zilla Parishad অন্যদিএক চূড়ান্ত বাজেট ও সাধারণ সভা নিয়েও অভিযোগ বিরোধী দলের। জেলা পরিষদের কংগ্রেস সদস্য তহিদুর রহমান জানান, প্রায় ৭৪৭ কোটি টাকার যে চূড়ান্ত বাজেট পেশ হয়েছিল তার মধ্যে কৃষি অধ্যুষিত জেলার কৃষি ক্ষেত্রে কোন অর্থ বরাদ্দ হতে দেখা গেল না। স্বাস্থ্য ক্ষেত্রেও বরাদ্দ নেই। প্রত্যেকটা গ্রামীণ হাসপাতাল ধুঁকছে। সেই সমস্ত জায়গায় কোন দৃষ্টিপাত, কর্ণপাত হয়নি।

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস দলনেতা আব্দুল্লাহিল কাফি বলেন, ‘ তিন মাস অন্তর সাধারণ সভা করা হবে এটাই বলা হয়েছে। এই বাজেটে কৃষকদের জন্য কিছু বলা হয় নি। সৎ ভাবে কাজ করার কথা বললেও দুর্নীতি হচ্ছে সর্বক্ষেত্রে’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now