Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদের উন্নয়নে ৭৪৭ কোটির বাজেট পেশ মুর্শিদাবাদ জেলা পরিষদে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলার উন্নয়নে ৭৪৭ কোটির বাজেট পেশ! প্রায় এক বছর পর হওয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের খসড়া বৈঠক পেশ হল ২০২৫-২৬ অর্থবর্ষের। জেলা পরিষদ সদস্য, কর্তৃপক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিরা এদিনের বৈঠকে হাজির ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, প্রাধান্য দেওয়া হয়েছে জনস্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষি থেকে বিদ্যুৎ দপ্তরকে।

খসড়া বাজেটে কোন দপ্তরে কত কোটি বরাদ্দ?

Murshidabad Zilla Parishad পূর্ত বিভাগে- ৩৬৪ কোটি, বিদ্যুৎ- ১৩৮ কোটি, অর্থ- ১৬৭ কোটি, জন স্বাস্থ্য – ১১৪ কোটি, কৃষি দপ্তর- ২০ কোটি, শিক্ষা – ৩৪ কোটি , শিশু ও নারী কল্যাণ- ২৩ কোটি, বনভূমি- ২৬ কোটি, মৎস- ৭ কোটি, খাদ্য- ২৭ কোটি। বাজেট নিয়ে আশাবাদী সভাধিপতি। খসড়া বৈঠক প্রসঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস জানান, যে জায়গায় খামতি আছে সেগুলো পূরণ করা হবে। ত্রি- স্তর পঞ্চায়েতে উন্নয়নের কাজ হচ্ছে।

Murshidabad Zilla Parishad মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮ টি আসনের মধ্যে ৭২ টি তৃণমূলের। যদিও এদিনের সাধারন সভায় খসড়া বৈঠকের পর ক্ষোভ উগড়ে দিলেন বিরোধীরা। তুললেন একাধিক অভিযোগ। মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস দলনেতা আব্দুল্লাহিল কাফি বলেন, ‘ তৃণমূল সদস্যদের সুবিদার্থেই এই বাজেট পেশ করা হল’।
ক্ষোভ উগড়ে দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সিপিএম সদস্য ইমরান হোসেনও। বলেন, ‘ বিরোধীদের সবাইকে নিয়ে যেভাবে জেলা পরিষদের চলার কথা সেভাবে চলছেনা’। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে সভাধিপতির দাবী- বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।