Murshidabad Zila parishad মুর্শিদাবাদ জেলা পরিষদের সভা শুরু, আছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতরিক্ত জেলা শাসক ( জেলা পরিষদ) সামসুর রহমান । মঙ্গলবার পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে সভায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সহ সভাধিপিত আতিবুর রহমান জেলা পরিষদের মেন্টর মহম্মদ সোহরাব Md Sohrab , কো-মেন্টর শাওনি সিংহ রায়। সেপ্টেম্বরের ২২ তারিখ জেলা পরিষদের সাধারণ সভা হয়েছিল। সেই সাধারণ সভায় তৃণমূলের সদস্যরাও প্রশ্ন তুলেছিলেনঃ কেন ছয় মাস পর ডাকা হচ্ছে সাধারণ সভা ? এবার আর ছয় মাসের বিরতি নিতে হয় নি। তার আগেই সভা ডাকা হয়েছে। তবে এবার প্রশ্ন উঠছে জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকের গুরুত্ব নিয়েই।
Murshidabad Zila parishad কী হবে সভায় ?

Murshidabad Zila parishad যেখানে প্রতি মাসে ১ বার স্থায়ী সমিতির সভা হওয়ার কথা সেখানে কোথাও সভা হয়েছে ২ বছর ৪ বার কোনও সমিতির সভা আবার ২ বছরে মাত্র ২ বার হয়েছে। ২০২৩ এর ১৪ অগস্ট সভাধিপতি নির্বাচন এবং সহকারী সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় মুর্শিদাবাদ জেলা পরিষদে । ২০২৩ সালের ১৯ শে সেপ্টেম্বর গঠিত হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের ৯ টি স্থায়ী সমিতি । ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর হয় স্থায়ী সমিতিগুলির কর্মাধ্যক্ষ নির্বাচন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ১২৫ (৪) এবং ১৭২ (৫) ধারা অনুযায়ী স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের কাজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে সভা না করেই সেই হচ্ছে কীভাবে ? এবার দেখার সদস্যের আলোচনায় সেই বিষয় উঠে আসে কিনা।














