এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Weather ভরা ফাগুনে বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহ শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া মুর্শিদাবাদে

Published on: February 22, 2025
Murshidabad Weather

Murshidabad Weather ভরা ফাল্গুনে অঝোরে বৃষ্টি। শনিবার দুর্যোগের কালো মেঘ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। এদিন দুপুর গড়াতেই কালো মেঘে ঢাকল আকাশ। শুরু হল তুমুল বৃষ্টি। শহর বহরমপুর থেকে হরিহরপাড়া, বেলডাঙ্গা থেকে কান্দি- সর্বত্র হয় বিক্ষিপ্ত বৃষ্টি। অসময়ের বৃষ্টিতে কিছুটা অস্বস্তিতে পথ চলতি মানুষজন। অনেকেরই ছাতা সঙ্গে না থাকায় বাধ্য হয়েই ভিজতে হয়। অনেকেই আবার  বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন রাস্তার ধারে কোন দোকানে। এদিন সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকে বহরমপুরে। তাপমাত্রা থাকে বেশী। হালকা রোদ দেখা গেলেও বেলা গড়িয়ে দুপুর হতেই আচমকাই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি। সাথে ঝোড়ো হাওয়ার দাপট। বৃষ্টির জেরে কিছুটা নামে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এদিন বৃষ্টির সাথে দমকা হাওয়ার দাপট থাকে।

Murshidabad Weather কেন এই অকাল বৃষ্টি?

Murshidabad Weather আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে। যার দরুণ এই বৃষ্টিপাত।

Murshidabad Weather চাষবাসে ক্ষতির আশঙ্কা-

Murshidabad Weather অকাল বৃষ্টির জেরে রবি শস্যে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। সঙ্গে আলু চাষেও ব্যপক ক্ষতির সম্ভাবনা। এ দিকে বিয়ের মরশুমেও সমস্ত আনন্দে জল ঢালার উপক্রম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now