Murshidabad SIR এর হিয়ারিং এর নোটিশ পেতেই অস্বাভাবিক পরিণতি তৃণমূলের বিএলএ ২ কর্মীর! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে Murshidabad এর বড়ঞার পাঁচথুপি গ্রামের মুকামপাড়া এলাকায়। বিএলএ ২ পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন। জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর শেখ (৪২) এসআইআর-এ তৃণমূলের বিএলএ ২ হিসাবে কাজ করছিলেন। সম্প্রতি তাঁকেও এসআইআর এ হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। বুধবার সকালে বাড়িতেই হঠাৎই অসুস্থ বোধ করেন জাহাঙ্গীর সেখ। তাঁকে নিয়ে যাওয়া হয় পাঁচথুপি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

Murshidabad মৃতের বাবা সেহ শুকুর মহম্মদ বলেন, তরতাজা ছেলে। প্রতিদিন লোকজন আসছে এসআইআর এর কাজে। এসআইআর এর কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন জাহাঙ্গীর সেখ। হিয়ারিং এর নোটিশ আসায় সেই চাপ আরও বেড়ে গিয়েছিল। সেই চাপেই আকস্মিক মৃত্যু।
Murshidabad পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে বিএলএ ২ এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার সকালে মৃত কর্মীর বাড়িতে যান বড়ঞা দক্ষিণের ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম সহ তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনারকে নিশানা করেন ব্লক তৃণমূল নেতৃত্ব।

এদিন জাহাঙ্গীর শেখের বাড়িতে যান স্থানীয় কংগ্রেস নেতৃত্বও। জাহাঙ্গীর শেখ কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। জাহাঙ্গীর শেখের মৃত্যুর প্রতিবাদে পথে নামার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব।










